মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মায়ের জানাজা পড়তে পারেননি মিরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন। মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে জানাজার কিছু আগে উপস্থিত তিনি। এর আগে থেকেই জানাজার স্থানে অবস্থান নেয় পুলিশ। পরে গ্রেপ্তার এড়াতে সরে পড়েন বিএনপির ওই নেতা।
গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার ধুম ইউনিয়নে সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার দিবাগত রাতে বিএনপি নেতা গাজী নিজাম উদ্দিনের মা মারা যান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এটিকে অমানবিক বলে নিন্দা জানান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের লেজুড়বৃত্তিক হয়ে পুলিশ অমানবিক আচরণ করছে। বিরোধী দলকে দমন-পীড়ন করার জন্য পুলিশ এখন মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একটি মিথ্যা মামলার আসামি করে মায়ের জানাজায় গ্রেপ্তার অভিযান চালানোর নিন্দা জানানোর ভাষা নেই।’
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘মায়ের জানাজা পড়তে গেলে সাদাপোশাকধারী এবং ইউনিফর্ম পরে পুলিশ জানাজায় উপস্থিত হলে নেতা-কর্মীরা গাজী নিজাম উদ্দিনকে মানবঢাল তৈরি করে নিরাপদে নিয়ে যায়। এ ঘটনা অমানবিক।’
উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহীনুল ইসলাম স্বপন বলেন, ‘যে মানুষটি সব জানাজায় সামনের সারিতে লাশের সামনে দাঁড়িয়ে যেতেন, আজকে নিজের মায়ের জানাজা পড়তে পারলেন না। জানাজা শুরুর আগমুহূর্তে পুলিশ এসে হাজির হয়। একটি রাজনৈতিক মিথ্যা মামলায় আসামি করা হয়েছে গাজী নিজাম উদ্দিনকে। এই নির্মমতার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।’
বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, ‘রাজনীতির জন্য মিথ্যা মামলায় মায়ের জানাজায় পুলিশের অভিযান হয়রানি নজিরবিহীন।’
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি নেতা গাজী নিজাম উদ্দিনের মা ইন্তেকাল করেছেন এ কথা আপনার কাছেই প্রথম শুনলাম। পুলিশের আটটি ইউনিট শারদীয় দুর্গোৎসবে ডিউটি করছে। কেউ যদি পাশে দিয়ে পুলিশ যেতে দেখে পালিয়ে যায় সেটা তার জানার কথা। তবে তার বিরুদ্ধে মামলা থাকায় পুলিশ পেলে তাকে গ্রেপ্তার করবে—এটাই স্বাভাবিক।’
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর মিরসরাইয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের বাড়িতে ৫ অক্টোবর বিএনপির চট্টগ্রাম রোড মার্চের প্রস্তুতি সভায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রায়হান হোসেন রুমন নামে এক কিশোর নিহত হলে উভয় দল তাকে নিজেদের কর্মী বলে দাবি করে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় গাজী নিজাম উদ্দিনকে আসামি করা হয়েছে।
মায়ের জানাজা পড়তে পারেননি মিরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন। মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে জানাজার কিছু আগে উপস্থিত তিনি। এর আগে থেকেই জানাজার স্থানে অবস্থান নেয় পুলিশ। পরে গ্রেপ্তার এড়াতে সরে পড়েন বিএনপির ওই নেতা।
গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার ধুম ইউনিয়নে সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার দিবাগত রাতে বিএনপি নেতা গাজী নিজাম উদ্দিনের মা মারা যান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এটিকে অমানবিক বলে নিন্দা জানান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের লেজুড়বৃত্তিক হয়ে পুলিশ অমানবিক আচরণ করছে। বিরোধী দলকে দমন-পীড়ন করার জন্য পুলিশ এখন মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একটি মিথ্যা মামলার আসামি করে মায়ের জানাজায় গ্রেপ্তার অভিযান চালানোর নিন্দা জানানোর ভাষা নেই।’
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘মায়ের জানাজা পড়তে গেলে সাদাপোশাকধারী এবং ইউনিফর্ম পরে পুলিশ জানাজায় উপস্থিত হলে নেতা-কর্মীরা গাজী নিজাম উদ্দিনকে মানবঢাল তৈরি করে নিরাপদে নিয়ে যায়। এ ঘটনা অমানবিক।’
উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহীনুল ইসলাম স্বপন বলেন, ‘যে মানুষটি সব জানাজায় সামনের সারিতে লাশের সামনে দাঁড়িয়ে যেতেন, আজকে নিজের মায়ের জানাজা পড়তে পারলেন না। জানাজা শুরুর আগমুহূর্তে পুলিশ এসে হাজির হয়। একটি রাজনৈতিক মিথ্যা মামলায় আসামি করা হয়েছে গাজী নিজাম উদ্দিনকে। এই নির্মমতার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।’
বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, ‘রাজনীতির জন্য মিথ্যা মামলায় মায়ের জানাজায় পুলিশের অভিযান হয়রানি নজিরবিহীন।’
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি নেতা গাজী নিজাম উদ্দিনের মা ইন্তেকাল করেছেন এ কথা আপনার কাছেই প্রথম শুনলাম। পুলিশের আটটি ইউনিট শারদীয় দুর্গোৎসবে ডিউটি করছে। কেউ যদি পাশে দিয়ে পুলিশ যেতে দেখে পালিয়ে যায় সেটা তার জানার কথা। তবে তার বিরুদ্ধে মামলা থাকায় পুলিশ পেলে তাকে গ্রেপ্তার করবে—এটাই স্বাভাবিক।’
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর মিরসরাইয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের বাড়িতে ৫ অক্টোবর বিএনপির চট্টগ্রাম রোড মার্চের প্রস্তুতি সভায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রায়হান হোসেন রুমন নামে এক কিশোর নিহত হলে উভয় দল তাকে নিজেদের কর্মী বলে দাবি করে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় গাজী নিজাম উদ্দিনকে আসামি করা হয়েছে।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের মাঠটি বর্তমানে চরম অব্যবস্থাপনা, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত অচল হয়ে পড়েছে। একসময় যেখানে শিক্ষার্থীদের কোলাহল, ফুটবল-ক্রিকেটের উচ্ছ্বাসে মুখর থাকত মাঠটি, আজ সেখানে শুধুই জমে থাকা পানি, কাদা আর...
২৫ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন কসবার মঈনপুর বিওপির বিজিবি ও ব্রাহ্মণপাড়ার শশীদল বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায়...
৩৫ মিনিট আগেআজ শনিবার দুপুর সোয়া ১২টায় শহীদ মিনারের সপ্তম দিনের অবস্থান কর্মসূচি থেকে মিছিল শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। দুপুর সাড়ে ১২টায় কদম ফোয়ারার সামনে অবস্থান নেন তাঁরা। সেখানে তাঁদের সঙ্গে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অংশ নেন।
৩৭ মিনিট আগেগাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় পারভীন আক্তার পারুল বেগম (২৫) নামের এক প্রসূতি ও তাঁর নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৮ অক্টোবর) ভোরে পৌর শহরের ঘোড়াঘাট রোডে ‘মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে’ এই ঘটনা ঘটে। প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে হামলা...
২ ঘণ্টা আগে