নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
গত রোববার থেকে দফায় দফায় বাংলাদেশে প্রবেশ করেছেন ৩৩০ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য। তাঁদের মধ্যে ১০০ জনকে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টেকনাফের হ্নীলা উচ্চবিদ্যালয় অস্থায়ী ক্যাম্পে পাঠানো হয়েছে। তাঁরা বিজিবির তত্ত্বাবধানে আছেন। বাকি ২৩০ জন ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনটি বাসে তাঁদের নেওয়া হয়।
৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশে তাঁদের নেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম পরে জানানো হবে।
এদিকে গতকাল বুধবার রাত থেকে গোলাগুলির শব্দ শোনা গেলেও সকাল থেকে এখনো পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা যায়নি।
তুমব্রু স্থানীয় বাসিন্দা আলী হোসাইন বলেন, ‘মিয়ানমারের ওপারে গোলাগুলির ঘটনায় আমরা বসতঘর ছেড়ে উখিয়াতে আত্মীয়-স্বজনদের কাছে চলে গিয়েছি। এখন দেখতে আসলাম তুমব্রু সীমান্তের পরিস্থিতি কী রকম। তবে দেখে মনে হলো কিছুটা শান্ত। কিন্তু ভয়ের মধ্যেই আছি। কখন যে আবারও গোলাগুলি শুরু হয়। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না। সীমান্তের কাছে আমাদের চাষের জমি। সেখানেও যেতে এখন ভয়ে হচ্ছে। কাজকর্ম ছাড়া সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।’
হোয়াইক্যংয়ের স্থানীয় বাসিন্দা আনোয়ারা বেগম বলেন, ‘সীমান্তের কাছে আমার বাড়ি, গরু, ছাগলগুলো সীমান্তের কাছে খাবার খেতে গেলে এগুলো আনতে গেলে এখন ভয় হচ্ছে। কারণ, গতকাল বুধবার হোয়াইক্যং সীমান্ত পয়েন্টে ব্যাপক গোলাগুলি ঘটনা চলমান থাকায় মিয়ানমার বিজিপির ৬৪ জন সদস্য এপারে ঢুকে পড়ে। তখনো চলতে থাকে গোলাগুলি। এর আগেও মর্টার শেল ও গুলির শব্দে দিনের বেলায় বাড়ি থাকতাম না, রাতে বাড়িতে আসলে ঘুমাতে পারতাম না, সব সময় ভয়ের মধ্যেই থাকতে হচ্ছে।’
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় এপারের সীমান্তবর্তী মানুষের জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঘর থেকে বের হতে ও কাজে যেতে ভয় পাচ্ছে মানুষ।
গত রোববার থেকে দফায় দফায় বাংলাদেশে প্রবেশ করেছেন ৩৩০ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য। তাঁদের মধ্যে ১০০ জনকে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টেকনাফের হ্নীলা উচ্চবিদ্যালয় অস্থায়ী ক্যাম্পে পাঠানো হয়েছে। তাঁরা বিজিবির তত্ত্বাবধানে আছেন। বাকি ২৩০ জন ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনটি বাসে তাঁদের নেওয়া হয়।
৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশে তাঁদের নেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম পরে জানানো হবে।
এদিকে গতকাল বুধবার রাত থেকে গোলাগুলির শব্দ শোনা গেলেও সকাল থেকে এখনো পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা যায়নি।
তুমব্রু স্থানীয় বাসিন্দা আলী হোসাইন বলেন, ‘মিয়ানমারের ওপারে গোলাগুলির ঘটনায় আমরা বসতঘর ছেড়ে উখিয়াতে আত্মীয়-স্বজনদের কাছে চলে গিয়েছি। এখন দেখতে আসলাম তুমব্রু সীমান্তের পরিস্থিতি কী রকম। তবে দেখে মনে হলো কিছুটা শান্ত। কিন্তু ভয়ের মধ্যেই আছি। কখন যে আবারও গোলাগুলি শুরু হয়। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না। সীমান্তের কাছে আমাদের চাষের জমি। সেখানেও যেতে এখন ভয়ে হচ্ছে। কাজকর্ম ছাড়া সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।’
হোয়াইক্যংয়ের স্থানীয় বাসিন্দা আনোয়ারা বেগম বলেন, ‘সীমান্তের কাছে আমার বাড়ি, গরু, ছাগলগুলো সীমান্তের কাছে খাবার খেতে গেলে এগুলো আনতে গেলে এখন ভয় হচ্ছে। কারণ, গতকাল বুধবার হোয়াইক্যং সীমান্ত পয়েন্টে ব্যাপক গোলাগুলি ঘটনা চলমান থাকায় মিয়ানমার বিজিপির ৬৪ জন সদস্য এপারে ঢুকে পড়ে। তখনো চলতে থাকে গোলাগুলি। এর আগেও মর্টার শেল ও গুলির শব্দে দিনের বেলায় বাড়ি থাকতাম না, রাতে বাড়িতে আসলে ঘুমাতে পারতাম না, সব সময় ভয়ের মধ্যেই থাকতে হচ্ছে।’
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি বলেন, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় এপারের সীমান্তবর্তী মানুষের জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঘর থেকে বের হতে ও কাজে যেতে ভয় পাচ্ছে মানুষ।
দাবিগুলোর মধ্যে রয়েছে—২০২৪ সালের ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদসহ নিহত ব্যক্তিদের হত্যার বিচার, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ও রাজনৈতিক সংস্কার, উত্তরাঞ্চলের বহু দিনের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়ন এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার।
৭ মিনিট আগেগোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ট্রাকটির চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে সদর উপজেলার ডুমদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা বিগত আমলে দেখছি হিন্দু ভাইয়েরা, সনাতন ধর্মের ভাইরা অনেক নির্যাতিত হয়েছে, তাদের জমি দখল হয়েছে। আওয়ামী লীগ বারবার বলেছে অসাম্প্রদায়িক দল, কিন্তু তারা কখনো সনাতন ধর্মের মানুষের সঙ্গে ইনসাফ করেনি। তারা বারবার জমি দখলের শিকার হয়েছে,
২৬ মিনিট আগেপুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাংয়ের গয়ালমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটির কিছু অংশ খাদে ডুবে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে
৩১ মিনিট আগে