Ajker Patrika

পিকআপে করে গরু চুরি, দুজন গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের মিরসরাইয়ে চুরি করা গরু পিকআপে করে নিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই কলেজ রোডের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে মিরসরাই থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাড়িচালক মো. জসিম উদ্দিন ও চালকের সহকারী মো. রানা। জসিম লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরজাঙ্গালিয়া গ্রামের এবং রানা কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মজুমদারপাড়ার বাসিন্দা। সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।

মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহাসড়কে সোমবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা তিনজন পালিয়ে যায়। পরে চালক জসিম উদ্দিন ও সহকারী রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি গরু উদ্ধার করা হয়।

এসআই খায়রুল হাসান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চট্টগ্রাম নেওয়ার জন্য কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে গরুগুলো পিকআপে তোলেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত