Ajker Patrika

দুর্গাপূজার বরাদ্দ আত্মসাতের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৭: ৫৫
দুর্গাপূজার বরাদ্দ আত্মসাতের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

চট্টগ্রামের আনোয়ারায় দুর্গাপূজার সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ উঠেছে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে। তাঁর নাম মেঘলেন মিত্র। তিনি উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি।

গতকাল বুধবার বিকেলে বিবেক মিত্র নামে স্থানীয় এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই অভিযোগ করেন। মেঘলেন মিত্র বোয়ালগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পূজা উদ্‌যাপন পরিষদেরও সভাপতি।

অভিযোগে বিবেক মিত্র উল্লেখ করেন, প্রতিবছর আনোয়ারা সদর ইউনিয়নের বোয়ালাঁও গ্রামে তাঁদের নিজ বাড়িতে একটি পূজামণ্ডপে পূজার জন্য সরকারি বরাদ্দকৃত চাল ও টাকা পেয়ে থাকেন। এ বছর মেঘলেন মিত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ডের পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি হলে তাঁদের মণ্ডপের নাম বাতিল করে নিজ বাড়ির পাশে আনন্দ মার্গো স্কুলের নামে পূজামণ্ডপ দেখিয়ে সরকারি বরাদ্দ রেখে দেন। অথচ এ নামে কোনো পূজামণ্ডপ নেই।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে মেঘলেন মিত্র বলেছেন, ‘বিবেক মিত্রের পূজামণ্ডপে বঙ্গবন্ধুর নাম থাকায় আমি বাতিল করেছি। আনন্দ মার্গো স্কুলে ঘট পূজা হচ্ছে, ওই বরাদ্দ আমি সেখানে দিয়েছি।’

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত