নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, ‘বৈধ অস্ত্রের চেয়ে অবৈধ অস্ত্র অনেক সহজে জোগাড় করা যায়। শুটিংয়ের অস্ত্র জোগাড় করতে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি।’ আজ শনিবার দুপুরে দামপাড়া পুলিশ লাইনসে চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাবে শুটিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, মাদক থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। ক্রিকেটে অনেক কিছুর প্রয়োজন হয়। কিন্তু শুটিং মূলত মনস্তাত্ত্বিক খেলা। কমনওয়েলথ গেমসে শুটিং ক্রীড়ায় সর্বপ্রথম স্বর্ণপদক অর্জন করে সারা বিশ্বে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে।
সালেহ্ মোহাম্মদ বলেন, ‘বাংলাদেশের প্রথম কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণজয়ী হয়েছে এই ক্লাবের সদস্য। নতুন শুটার অন্তর্ভুক্ত করা হচ্ছে, তাদের নিয়মিত অনুশীলন করানো হবে। আমাদের ক্লাবে অস্ত্রের সমস্যা রয়েছে, সেটা সমাধানে আমরা নানান জায়গায় চেষ্টা করছি। আমরা দল বেঁধে এনবিআর চেয়ারম্যানের কাছে দেব। কোনো কিছু একটা ক্লাবের জন্য করতে হবে।’
এর আগে শনিবার সকাল ১০টা থেকে বিভিন্ন ইভেন্টে শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শুটিং প্রতিযোগিতায় মিডিয়া ইভেন্টে প্রথম হন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক জমির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপপুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহাদত হুসেন রাসেলস প্রমুখ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, ‘বৈধ অস্ত্রের চেয়ে অবৈধ অস্ত্র অনেক সহজে জোগাড় করা যায়। শুটিংয়ের অস্ত্র জোগাড় করতে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি।’ আজ শনিবার দুপুরে দামপাড়া পুলিশ লাইনসে চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাবে শুটিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, মাদক থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। ক্রিকেটে অনেক কিছুর প্রয়োজন হয়। কিন্তু শুটিং মূলত মনস্তাত্ত্বিক খেলা। কমনওয়েলথ গেমসে শুটিং ক্রীড়ায় সর্বপ্রথম স্বর্ণপদক অর্জন করে সারা বিশ্বে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে।
সালেহ্ মোহাম্মদ বলেন, ‘বাংলাদেশের প্রথম কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণজয়ী হয়েছে এই ক্লাবের সদস্য। নতুন শুটার অন্তর্ভুক্ত করা হচ্ছে, তাদের নিয়মিত অনুশীলন করানো হবে। আমাদের ক্লাবে অস্ত্রের সমস্যা রয়েছে, সেটা সমাধানে আমরা নানান জায়গায় চেষ্টা করছি। আমরা দল বেঁধে এনবিআর চেয়ারম্যানের কাছে দেব। কোনো কিছু একটা ক্লাবের জন্য করতে হবে।’
এর আগে শনিবার সকাল ১০টা থেকে বিভিন্ন ইভেন্টে শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শুটিং প্রতিযোগিতায় মিডিয়া ইভেন্টে প্রথম হন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক জমির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপপুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহাদত হুসেন রাসেলস প্রমুখ।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৩ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
৩ ঘণ্টা আগে