Ajker Patrika

শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে সংঘর্ষে জড়াল চবি ছাত্রলীগ 

চবি প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ২০
শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে সংঘর্ষে জড়াল চবি ছাত্রলীগ 

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের দুই পক্ষ। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়ে এই সংঘর্ষ শুরু হয়। যা দেড় ঘণ্টা ধরে চলে। 

ছাত্রলীগের নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হলের কক্ষ দখলে রাখা, গ্রুপের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিজয় গ্রুপের কর্মীদের মধ্যে অন্তর্কোন্দল চলছিল। গতকাল একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আল-আমিনের অনুসারী কর্মীরা এ এফ রহমান হল ও আলাওল হল থেকে ফুল নিয়ে সোহরাওয়ার্দী হল প্রাঙ্গণে আসলে দেলোয়ারের অনুসারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এখানে ১৫ জনের মতো চিকিৎসা নিতে এসেছিলেন। এদের মধ্যে পাঁচজনের মাথায় আঘাত লেগেছে। একজনকে আমরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল। বেশ কয়েকজন আহত হয়েছেন। আলাওল হলের কয়েকটি কক্ষও ভাঙচুর করা হয়েছে। আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এ বিষয়ে জানতে বিজয় গ্রুপের নেতা দেলোয়ার হোসেন ও আল-আমিনকে একাধিকবার ফোন দিলেও তাঁরা রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত