বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় একটি প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (২১ মে) বিকেলে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের তৈলারদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারটি বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমা আক্তারের বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন বাঁশখালীর চাম্বল এলাকার ছৈয়দ নূর (৩৬), বৈলছড়ির নার্গিস আক্তার (৩৬) ও ফখরুদ্দিন (২৬)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তৈলারদ্বীপ এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বিকেলে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে চমেক হাসপাতালে নেওয়ার খবর পেয়েছি।’
চট্টগ্রামের আনোয়ারায় একটি প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (২১ মে) বিকেলে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের তৈলারদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারটি বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমা আক্তারের বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন বাঁশখালীর চাম্বল এলাকার ছৈয়দ নূর (৩৬), বৈলছড়ির নার্গিস আক্তার (৩৬) ও ফখরুদ্দিন (২৬)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তৈলারদ্বীপ এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বিকেলে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে চমেক হাসপাতালে নেওয়ার খবর পেয়েছি।’
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে বিবিয়ানা পাওয়ার প্লান্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নকশা অনুমোদনের অনলাইন প্রক্রিয়ায় প্রবেশ করে জালিয়াত চক্র বিতর্কিত নকশার অনুমোদন নিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নিরাপদ সাইট থেকে ১৭ মিনিটে তারা তিনটি গুরুত্বপূর্ণ ব্যক্তিমালিকানাধীন প্রকল্পের নকশা অনুমোদন করিয়ে নেয়। বিষয়টি বুঝতে পেরে মঙ্গলবার দুপুর থেকে অনলাইনে নকশা
৩ ঘণ্টা আগে২০২২ সালের ১০ অক্টোবর উদ্বোধন করা হয় সৌদি আরবের সহায়তায় নির্মিত তৃতীয় শীতলক্ষ্যা সেতু। কিন্তু উদ্বোধনের আড়াই বছরের মাথায় ৬০৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর সংযোগ সড়কের পশ্চিম অংশে ধসে যায়। গত শুক্রবার রাতে ভারী বর্ষণের পর এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেদিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাড়েনি প্রয়োজনীয় জনবল ও বাজেট বরাদ্দ। ৩১ শয্যার অনুমোদিত জনবল দিয়েই চলছে ৫০ শয্যার কার্যক্রম। অথচ ৩১ শয্যার পূর্ণাঙ্গ জনবলও এখানে নেই। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ।
৬ ঘণ্টা আগে