Ajker Patrika

প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারায় একটি প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (২১ মে) বিকেলে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের তৈলারদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারটি বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমা আক্তারের বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন বাঁশখালীর চাম্বল এলাকার ছৈয়দ নূর (৩৬), বৈলছড়ির নার্গিস আক্তার (৩৬) ও ফখরুদ্দিন (২৬)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তৈলারদ্বীপ এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বিকেলে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে চমেক হাসপাতালে নেওয়ার খবর পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত