Ajker Patrika

পিটিয়ে মাদ্রাসা অধ্যক্ষের হাত ভেঙে দিয়েছেন চাকরিপ্রত্যাশী

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
পিটিয়ে মাদ্রাসা অধ্যক্ষের হাত ভেঙে দিয়েছেন চাকরিপ্রত্যাশী

দলবল নিয়ে পিটিয়ে মাদ্রাসার অধ্যক্ষের হাত ভেঙে দিয়েছেন একজন চাকরি প্রত্যাশী। শুধু তাই নয়, অধ্যক্ষের বাগানে রোপণকৃত বিভিন্ন ধরনের গাছও কেটে ফেলেছেন তিনি।

ভুক্তভোগী হেলাল উদ্দিনের হায়দার কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। চাকরি প্রত্যাশী ওই ব্যক্তির নাম মাহিবুর রহমান মহিব। 

এ ঘটনায় শুক্রবার অধ্যক্ষ হেলাল উদ্দিন বাদী হয়ে বুড়িচং থানায় মাহিবুর রহমানের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

হেলাল উদ্দিন বলেন, কালাকচুয়া গ্রামের মো. মাহিবুর রহমান মহিব কালাকচুয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দিতে অনেক রকম চেষ্টা করে আসছেন। কিন্তু তিনি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হননি। এ নিয়ে তিনি বিভিন্ন সময়ে তাঁকে ভয়ভীতি দেখানো হয়। গত বৃহস্পতিবার বিকেলে অধ্যক্ষ তাঁর অফিস কক্ষে শিক্ষকদের নিয়ে মাদ্রাসার বিষয় নিয়ে আলোচনা করতে বসেন। আলোচনা শেষে শিক্ষকেরা চলে যাওয়ার পর চাকরিপ্রত্যাশী মহিবুর রহমান মহিব, তাঁর ভাই মো. মাসুম ও মোস্তাকুর রহমানসহ তিন/চারজন অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে চাকরির বিষয়ে জানতে চান। 

হেলাল উদ্দিন আরও বলেন, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে চাকরি দেওয়ার সুযোগ নেই জানানোর পর তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর শুরু করেন। এ সময় মহিব হকিস্টিক দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙে দেন। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। যাওয়ার পথে মাদ্রাসার অদূরে অধ্যক্ষের বাগানে ঢুকে বিভিন্ন প্রজাতির ছোট, বড় বেশ কিছু গাছ কেটে ফেলেন তাঁরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল হারেছ বলেন, অভিযুক্ত মহিব একাধিকবার ওই মাদ্রাসার শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেও উত্তীর্ণ হতে পারেননি। তাই ক্ষোভ থেকেই অধ্যক্ষের ওপরে এ হামলা চালিয়েছেন। 

তিনি আরও বলেন, এর আগেও এই মাদ্রাসার আরবি প্রভাষক রুহুল আমিনকে মারধর করেছেন অভিযুক্ত মহিব। বিচার না পেয়ে রাগে ক্ষোভে ওই প্রভাষক মাদ্রাসার চাকরি ছেড়ে দিয়েছেন। 

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত