নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ ব্যারাক ভবনের পঞ্চম তলার বারান্দা থেকে নিচে পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ লাইনসের ভেতরের ওই ব্যারাকে এ ঘটনা ঘটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক।
নিহত পুলিশ সদস্যের নাম জাহিদুল ইসলাম (২৪)। তিনি সিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এসএএফ শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে। ২০২০ সালের ৫ মার্চ জাহিদুল ইসলাম পুলিশ বিভাগে যোগ দেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এটা একটা দুর্ঘটনা ছিল। ব্যারাকের বারান্দা থেকে ওই কনস্টেবল নিচে পড়ে গিয়ে মারা গেছেন। ব্যারাকের বারান্দায় যে দেয়াল রয়েছে, তার উচ্চতা খুব বেশি না। এতে ওই দেয়ালের পাশে থাকাকালীন অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যেতে পারেন।’
স্পিনা রানী আরও বলেন, ওই পুলিশ সদস্যের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ ব্যারাক ভবনের পঞ্চম তলার বারান্দা থেকে নিচে পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ লাইনসের ভেতরের ওই ব্যারাকে এ ঘটনা ঘটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক।
নিহত পুলিশ সদস্যের নাম জাহিদুল ইসলাম (২৪)। তিনি সিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এসএএফ শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে। ২০২০ সালের ৫ মার্চ জাহিদুল ইসলাম পুলিশ বিভাগে যোগ দেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এটা একটা দুর্ঘটনা ছিল। ব্যারাকের বারান্দা থেকে ওই কনস্টেবল নিচে পড়ে গিয়ে মারা গেছেন। ব্যারাকের বারান্দায় যে দেয়াল রয়েছে, তার উচ্চতা খুব বেশি না। এতে ওই দেয়ালের পাশে থাকাকালীন অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যেতে পারেন।’
স্পিনা রানী আরও বলেন, ওই পুলিশ সদস্যের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফ হোসাইনের লাশ সাত মাস মর্গে থাকার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি হস্তান্তর করে পুলিশ। জেলা শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাকিম হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৪ মিনিট আগেচট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজারসংলগ্ন কর্ণফুলী নদীতে ভেসে আসা এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশের একটি দল। গতকাল সোমবার (৩ মার্চ) রাতে নগরীর ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
৪ মিনিট আগেচট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। সংস্থাটি পরিবেশ সচিব ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ‘ডিমান্ড অব জাস্টিস’ নোটিশ প্রসঙ্গে তাগাদাপত্র দিয়েছে।
১১ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
২৪ মিনিট আগে