Ajker Patrika

পুলিশ ব্যারাকের পঞ্চম তলা থেকে পড়ে কনস্টেবল নিহত 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৫৮
পুলিশ ব্যারাকের পঞ্চম তলা থেকে পড়ে কনস্টেবল নিহত 

চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ ব্যারাক ভবনের পঞ্চম তলার বারান্দা থেকে নিচে পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ লাইনসের ভেতরের ওই ব্যারাকে এ ঘটনা ঘটে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক।

নিহত পুলিশ সদস্যের নাম জাহিদুল ইসলাম (২৪)। তিনি সিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এসএএফ শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে। ২০২০ সালের ৫ মার্চ জাহিদুল ইসলাম পুলিশ বিভাগে যোগ দেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এটা একটা দুর্ঘটনা ছিল। ব্যারাকের বারান্দা থেকে ওই কনস্টেবল নিচে পড়ে গিয়ে মারা গেছেন। ব্যারাকের বারান্দায় যে দেয়াল রয়েছে, তার উচ্চতা খুব বেশি না। এতে ওই দেয়ালের পাশে থাকাকালীন অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যেতে পারেন।’

স্পিনা রানী আরও বলেন, ওই পুলিশ সদস্যের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত