Ajker Patrika

লোহাগাড়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
লোহাগাড়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

চট্টগ্রামের লোহাগাড়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম সহনশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়।

এ সময় ৬ দোকানিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই মো. মোজাম্মেল হক, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, নয়ন দাশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য অজুহাতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্য মজুত করছে এবং বেশি দামে বিক্রি করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম সহনশীল রাখতে ভোক্তা অধিকার আইনে উপজেলার বটতলী স্টেশনের আলুরঘাট রোডের শাহ মজিদিয়া স্টোরের মালিকানাধীন মো. মোজাম্মেল হককে ২০ হাজার টাকা, বাগদাদ স্টোরের মালিক মো. আরমানকে ১০ হাজার, সাহাব মিয়া স্টোরের মালিক শওকতকে ১০ হাজার টাকা এবং দরবেশ হাট রোডের আরএস স্টোরের মালিক মো. নুরুল ইসলামকে ৩০ হাজার টাকা, রিয়াদ ফুডসের মালিক মো. কামাল উদ্দিনকে ১৫হাজার টাকা, সায়রা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মো. হেলাল উদ্দিনকে ৫ হাজার টাকাসহ মোট ৯০ হাজার জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত