Ajker Patrika

জুরাছড়িতে আ.লীগে যোগ দিয়েছেন ইউপি চেয়ারম্যান ও আট মেম্বার

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৩: ৪৭
জুরাছড়িতে আ.লীগে যোগ দিয়েছেন ইউপি চেয়ারম্যান ও আট মেম্বার

জুরাছড়ি আওয়ামী লীগে যোগদান করেছেন বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা এবং বনযোগীছড়া ও জুরাছড়ি ইউপির আটজন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

উপজেলা আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, সংরক্ষিত ওয়ার্ড সদস্য সাবিনা চাকমা, ননাবী চাকমা, জয়া চাকমা, সাধারণ ওয়ার্ড সদস্য রনঞ্জয় চাকমা, সুশান্ত চাকমা, দিপায়ন চাকমা ও জুরাছড়ি ইউনিয়ন পরিষদের সাধারণ ওয়ার্ড সদস্য চারু বিকাশ চাকমা ও কিরণ কুমার চাকমা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।

পরে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদারের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন যোগদান করা ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। দীপংকর তালুকদারের নিজ বাড়িতে সৌজন্য সাক্ষাতের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সহসভাপতি বিনীময় চাকমা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উত্তম চাকমা, সাধারণ সম্পাদক মিন্টু চাকমা, সদস্য পল্লব দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগে যোগদানের কথা নিজেই জানিয়েছেন বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আওয়ামী লীগের কার্যক্রম শক্তিশালী করতে বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাসহ যোগদানকারীদের দল সাদরে গ্রহণ করেছে। আমরা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত