Ajker Patrika

সাজেকে আগুন, ৫ রিসোর্ট ও ২ রেস্টুরেন্ট পুড়ে ছাই

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১২: ৩৪
সাজেকে আগুন, ৫ রিসোর্ট ও ২ রেস্টুরেন্ট পুড়ে ছাই

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর রাত ৪টায় এই ঘটনা ঘটে। এতে চারটি রিসোর্ট, দুটি রেস্টুরেন্ট ও একটি বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে অবকাশ রিসোর্ট থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে গেলে অবকাশ রিসোর্ট, সাজেক ইকো ভ্যালী রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেস্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্ট পুড়ে যায়। 

এ বিষয়ে সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, 'এতে আনুমানিক ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।' 

আগুনে আনুমানিক ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আমরা আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। সেনাবাহিনীর সহায়তায় বড় ধরনের বিপদ হতে রক্ষা পাওয়া গেছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। গভীর রাতে আগুনের সূত্র পাত হওয়ায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে, এতে ভয়ে পর্যটকেরা ছোটাছুটি শুরু করেন। এখনও পর্যন্ত কোনো ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দুই ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত