সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
আগামীকাল চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ১২টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের ভোট গ্রহণ করার সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন অফিস। নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি ইউনিয়নে একদিকে চলছে নির্বাচনী আমেজ। এরই সঙ্গে অন্যদিকে রয়েছে নির্বাচনী সংঘর্ষ বা সহিংসতা ঘটনা ঘটার শঙ্কা।
এই উপজেলার ১১৯টি কেন্দ্রের মধ্যে ৭৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে ৩-৪টি ইউনিয়নে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচন নিয়ে গতকাল রাতে রহমতপুর ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল কাদের বলেন, ‘সন্দ্বীপে ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে ১২ ইউনিয়নে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। ১২ প্লাটুন র্যাব, বিজিবি, কাস্ট গার্ড সার্বক্ষণিক টহলে থাকবে। প্রতি কেন্দ্রে একজন পুলিশ অফিসারের নেতৃত্বে চারজন কনস্টেবল এবং এক প্লাটুন আনসার বাহিনীর সদস্য থাকবে।
উল্লেখ্য, ১২ ইউনিয়নের মধ্যে সারিকাইত, মগধরা, বাউরিয়া ও হারামিয়া এই ৪ ইউনিয়নে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। বাকি ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোট ১৮ জন। এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট-৯৮ জন প্রার্থীর মধ্যে একজনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সাধারণ সদস্য পদে মোট ৪১৩ জন প্রার্থীর মধ্যে একজনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
আগামীকাল চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ১২টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের ভোট গ্রহণ করার সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন অফিস। নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি ইউনিয়নে একদিকে চলছে নির্বাচনী আমেজ। এরই সঙ্গে অন্যদিকে রয়েছে নির্বাচনী সংঘর্ষ বা সহিংসতা ঘটনা ঘটার শঙ্কা।
এই উপজেলার ১১৯টি কেন্দ্রের মধ্যে ৭৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে ৩-৪টি ইউনিয়নে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচন নিয়ে গতকাল রাতে রহমতপুর ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল কাদের বলেন, ‘সন্দ্বীপে ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে ১২ ইউনিয়নে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। ১২ প্লাটুন র্যাব, বিজিবি, কাস্ট গার্ড সার্বক্ষণিক টহলে থাকবে। প্রতি কেন্দ্রে একজন পুলিশ অফিসারের নেতৃত্বে চারজন কনস্টেবল এবং এক প্লাটুন আনসার বাহিনীর সদস্য থাকবে।
উল্লেখ্য, ১২ ইউনিয়নের মধ্যে সারিকাইত, মগধরা, বাউরিয়া ও হারামিয়া এই ৪ ইউনিয়নে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। বাকি ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোট ১৮ জন। এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট-৯৮ জন প্রার্থীর মধ্যে একজনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সাধারণ সদস্য পদে মোট ৪১৩ জন প্রার্থীর মধ্যে একজনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বাংগড্ডা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ মিনিট আগেসাভারের আশুলিয়ায় দাফনের প্রায় ৬ মাস পর চারটি লাশ উত্তোলন করেছে পুলিশ। আদালতের নির্দেশনায় আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন কবরস্থান থেকে লাশগুলো উত্তোলন করা হয়।
১৯ মিনিট আগেশিল্পকে রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, শিল্প প্রকৃতির অংশ। শিল্পকে রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন গ্যালারিতে স্বশিক্ষিত শিল্পী নাজমা কবিরের দ্বিতীয় একক চিত্
৩০ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারের উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে