Ajker Patrika

পারিবারিক কলহের জেরে দুই সন্তানসহ গৃহবধূর আত্মহত্যার চেষ্টা 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২২, ১৪: ৪৩
পারিবারিক কলহের জেরে দুই সন্তানসহ গৃহবধূর আত্মহত্যার চেষ্টা 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানসহ কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করছে সোনিয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূ। গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সোনিয়া আক্তার হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ড এবং শিশু নীরব (৩) ও আফসি (১) ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

গৃহবধূর স্বামী আবদুর রহমান বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে কয়েক দিন আগে আমাদের মধ্যে ঝামেলা হয়। পরে তা পারিবারিকভাবে সমাধানও হয়ে যায়। পরে গতকাল রাতে স্ত্রী সোনিয়া আক্তারের সঙ্গে ছোট একটি বিষয় নিয়ে আমার বাগ্‌বিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরে সোনিয়া নীরব ও আফসিকে নিয়ে ঘর থেকে বাইরে চলে যায়। এ সময় বাইরে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে আমার স্ত্রী জানায় তারা প্রকৃতির ডাকে সাড়া (প্রস্রাব) দিতে বাইরে যাচ্ছে। কিছুক্ষণ পর বাড়ির উঠান থেকে তাদের গোঙানির শব্দ পেয়ে আমরা দৌড়ে যাই এবং বুঝতে পারি তারা বিষ খেয়েছে। পরে তাদের তিনজনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে শিশু দুটির শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের কেউ অবগত করেনি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত