ক্যাপশন: চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভির দোকান এলাকা থেকে রিয়াজ (৩০) নামের এক যুবককে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে তাঁকে চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
রিয়াজ ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের নুরুল আলমের ছেলে। তিনি ভাড়ায় প্রাইভেট কার চালান।
যুবককে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান। তিনি বলেন, ‘আজ সকাল ৮টার দিকে মৌলভির দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে রিয়াজকে উদ্ধার করা হয়। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।’
ওসি খান মুহাম্মদ জানান, দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ দায়িত্ব পালনের সময় মৌলভির দোকান এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কারের চালকসহ কয়েক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর দড়ি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় রিয়াজকে উদ্ধার করে। রিয়াজ সুস্থ হলে এ বিষয়ে পুলিশ তদন্ত করবে।
মৌলভির দোকান এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক মো. নাঈম উদ্দিন বলেন, ‘আজ সকাল ৮টার দিকে সড়কের পাশে একটি প্রাইভেট কার থেকে এক লোককে উদ্ধার করে পুলিশ। তখন পুলিশের সঙ্গে আমি ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাই।’
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভির দোকান এলাকা থেকে রিয়াজ (৩০) নামের এক যুবককে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে তাঁকে চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
রিয়াজ ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের নুরুল আলমের ছেলে। তিনি ভাড়ায় প্রাইভেট কার চালান।
যুবককে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান। তিনি বলেন, ‘আজ সকাল ৮টার দিকে মৌলভির দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে রিয়াজকে উদ্ধার করা হয়। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।’
ওসি খান মুহাম্মদ জানান, দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ দায়িত্ব পালনের সময় মৌলভির দোকান এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কারের চালকসহ কয়েক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর দড়ি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় রিয়াজকে উদ্ধার করে। রিয়াজ সুস্থ হলে এ বিষয়ে পুলিশ তদন্ত করবে।
মৌলভির দোকান এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক মো. নাঈম উদ্দিন বলেন, ‘আজ সকাল ৮টার দিকে সড়কের পাশে একটি প্রাইভেট কার থেকে এক লোককে উদ্ধার করে পুলিশ। তখন পুলিশের সঙ্গে আমি ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাই।’
জয়পুরহাটের আক্কেলপুরে যাত্রী সেজে ব্যাটারিচালিত ভ্যানে উঠেছিলেন দুই ব্যক্তি। পথিমধ্যে চালককে ছুরিকাঘাত ও মারধর করে ভ্যানটি ছিনতাই করেন তাঁরা। গুরুতর আহত ভ্যানচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চিকিৎসাধীন আরও একজন শিক্ষার্থীর মৃতুয হয়েছে। মাহাতাব উদ্দিন ভুইয়া নামের ১৩ বছর বয়সী এই শিক্ষার্থী সপ্তম শ্রেণিতে পড়ত।
২৯ মিনিট আগেপ্রকল্পের কর্মী সঙ্গীতা সরকার আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি চাকরির মতো আমরাও সব ধাপ পেরিয়ে চাকরি পেয়েছি। প্রকল্পের শুরু থেকেই আমাদের বলা হয়েছিল, নিয়মিতকরণ করে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। অরিয়েন্টেশনের সময় প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা নিজেই এই প্রতিশ্রুতি দেন। এই আশ্বাসের ভিত্ত
২৯ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে মোজাফ্ফর হোসেন (৫৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার চকচকা গ্রামে একটি বাড়িতে কাজ করার সময় এ ঘটনা গটে।
৩২ মিনিট আগে