Ajker Patrika

ওয়াসার পাইপ ফেটে পানির জন্য হাহাকার

  • নগরীর প্রায় অর্ধেক এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।
  • ফেটে যাওয়া পাইপলাইন দিয়ে পানি সরবরাহ হয় ২৮ কোটি লিটার।
  • পানি সরবরাহ স্বাভাবিক হতে দু-এক দিন লাগবে।
নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম
চট্টগ্রামের অক্সিজেন-কুয়াইশ সড়কের পাশে অনন্যা আবাসিক এলাকায় পানি সরবরাহের পাইপলাইনের ছিদ্র মেরামতের কাজ করছেন ওয়াসার শ্রমিকেরা। গতকাল রাতে তোলা। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের অক্সিজেন-কুয়াইশ সড়কের পাশে অনন্যা আবাসিক এলাকায় পানি সরবরাহের পাইপলাইনের ছিদ্র মেরামতের কাজ করছেন ওয়াসার শ্রমিকেরা। গতকাল রাতে তোলা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কের অনন্যা আবাসিক-সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় কালভার্ট নির্মাণের কাজ চলছে। এই কাজের সময় গত সোমবার বিকেলে ওয়াসার সরবরাহ পাইপ ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে নগরীর প্রায় অর্ধেক এলাকাজুড়ে। এতে বিপাকে পড়েছে লাখো মানুষ। যেসব ভবনে বিকল্প হিসেবে গভীর নলকূপ নেই, সেসব ভবনের বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছে বেশি।

চট্টগ্রাম ওয়াসা কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে কাজ শুরু হয়েছে। তবে সরবরাহ স্বাভাবিক হতে দু-এক দিন লাগবে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাইপলাইনের ৮-১০ ইঞ্চি ফেটে গেছে। পাইপে থাকা সব পানি বের করে মেরামতের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করার সময় গত সোমবার ওয়াসার পাইপ ভেঙে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ওই পাইপলাইন দিয়ে রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী পানি শোধনাগার-১ থেকে নগরীর বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করা হয়।

চট্টগ্রাম ওয়াসার তথ্যমতে, ৪৮ ইঞ্চি ব্যাসের ওই পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নগরীর উত্তর ও দক্ষিণ হালিশহর, আগ্রাবাদ, নয়াবাজার, মাদারবাড়ী, দেওয়ানহাট, ধনিয়ালাপাড়া, লালখান বাজার, ওয়াসার মোড়, জিইসি মোড়, ২ নম্বর গেট, বায়েজিদ বোস্তামী, নাসিরাবাদ, অক্সিজেন, মুরাদপুর, কদমতলী, আনন্দবাজার, রৌফাবাদ, রুবি গেট, হিলভিউ আবাসিক, মোমেনবাগ, বহদ্দারহাট, কুয়াইশ, নন্দনকানন, জামালখান, সিরাজউদ্দৌলা রোড, চকবাজার, আন্দরকিল্লা-সংলগ্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।

চকবাজার ডিসি রোড এলাকার বাসিন্দা জামিলা বেগম বলেন, ‘সোমবার থেকে পানির সমস্যায় আছি।’ অক্সিজেন এলাকার বাসিন্দা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমাদের এলাকায় ওয়াসার পানিই একমাত্র ভরসা। আশপাশে পুকুরও নেই যে বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। পানি বন্ধ হওয়ায় আমরা খুব বিপদে আছি।’

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করার সময় দুর্ঘটনাবশত পাইপ ভেঙেছে বলে জেনেছি। ওই পাইপলাইন থেকে সব পানি রিলিজ করে তারপর মেরামতের কাজ শুরু করতে হয়েছে। নগরীর প্রায় অর্ধেক এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।’ মাকসুদ আলম আরও জানান, কর্ণফুলী পানি শোধনাগার-১ থেকে ৪৮ ইঞ্চি ব্যাসের ওই পাইপ দিয়ে যেসব এলাকায় পানি সরবরাহ করা হতো, তা এখন বন্ধ রাখা হয়েছে। কোনো কোনো এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে, তা গণবিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ বলেন, ‘চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন হয় দিনে ৪৮ কোটি লিটার। এর মধ্যে ফেটে যাওয়া পাইপলাইনটি দিয়ে পানি সরবরাহ হয় ২৮ কোটি লিটার। এ লাইনটি এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে। দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার (আজ) সকাল নাগাদ স্বাভাবিক হওয়ার আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত