Ajker Patrika

চট্টগ্রামে প্রবাসীর মৃত্যুর ২৭ দিন পর আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে প্রবাসীর মৃত্যুর ২৭ দিন পর আদালতে মামলা

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের হামলায় প্রবাসী আবু মুছা নিহতের ২৭ দিন পর আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহতের ছোট ভাই। 

দণ্ডবিধির ১৪৩ / ১৪৭ / ৩৪১ / ৩০২ / ১০৯ / ৩৪ ধারায় দায়ের করা সিআর মামলায় ১৪ জনকে আসামি করা হয়েছে। আসামিরা ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন ‘আদালত এই মামলাটি আমলে নিয়ে উক্ত তারিখ এবং সময়ে রাউজান থানায় এই সংক্রান্ত কোনো নিয়মিত মামলা রুজু করা হয়েছে কিনা সেটি তদন্তের নির্দেশ দিয়েছেন’ 

মামলায় অভিযুক্তরা হলেন–শাহাজাহান ইকবাল (৪৫) নাজিমুদ্দিন প্রকাশ টেক্সি নাজিম (৪৫), মনিরুল ইসলাম (৩৫), আব্দুল লতিফ প্রকাশ চড়াই (৫০), সাইফুদ্দিন বাবর (৪০), মো. আবুল কাশেম প্রকাশ কাশু (৩৫), নুরু আলম (৩৫), জসিম উদ্দিন হিরূ (৫২), নাছির উদ্দিন (৩৮), মো. আলমগীর (৪০), জিয়া উদ্দিন বাবলু (৩৫), মইনুদ্দিন (৩৫), মো. হায়দার (৩৮) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪০)। 

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছর পর প্রবাস থেকে (ওমান) দেশে ফিরে গত ১৬ ফেব্রুয়ারি নিজের বাবা-মায়ের কবর জেয়ারত করতে উপজেলার ডেউয়া হাজি পাড়া জামে মসজিদে যান আবু মুছা (৪৫)। জুমার নামাজ পড়ে কবর জেয়ারত করতে গেলে সন্ত্রাসীরা তাঁকে বেধড়ক মারধর করে। এতে তার মৃত্যু হয়। এই ঘটনার পর রাউজান থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা বা জিডিও কিছুই গ্রহণ করেনি বলে জানান বাদী মনিরুজ্জামান সোহেল (৩৮)। নিহত প্রবাসী মুছা একসময় এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত