Ajker Patrika

উপদেষ্টা আলী ইমাম মজুমদার কাপ্তাই সফরে যাবেন আগামীকাল শনিবার

কাপ্তাই (রাঙামাটি)  প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৫, ১০: ৫২
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী ইমাম মজুমদার আগামীকাল ১০ মে (শনিবার) রাঙামাটির কাপ্তাই উপজেলা সফর করবেন। উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত সরকারি এক সফরসূচিতে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন জানান, উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রেস্ট হাউজ বিদ্যুৎ ভবনে আসবেন। এরপর তিনি দুপুর ১২টা ৪৫ মিনিটে কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের সম্মেলনকক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে রাঙ্গামাটি জেলার খাদ্য মজুত ও বিতরণ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এরপর তিনি একই দিন বেলা ৩টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সুধীজনের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রসঙ্গত, উপদেষ্টা আলী ইমাম মজুমদার ১৯৮৪ সালের ৩ জুন থেকে ১৯৮৮ সালের ১৫ মার্চ পর্যন্ত কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত