Ajker Patrika

ছেলেকে হাসপাতালে নেওয়ার পথে বাবার মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
ছেলেকে হাসপাতালে নেওয়ার পথে বাবার মৃত্যু

ছয় বছরের ছেলে ইয়ামিনকে নিয়ে চট্টগ্রামের পাহাড়তলীর চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন মোহাম্মদ ইকবাল (৪০)। কিন্তু ছেলেকে নিয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই বাবা-ছেলেকে বহনকারী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় দ্রুতগতির পণ্যবাহী একটি লরি। এতে ইয়ামিন বেঁচে গেলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় ইকবালের।

আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী নিমতল এলাকায়। নিহত ইকবাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বাসিন্দা। পরিবারে মা-বাবা ছাড়াও ৩ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী রয়েছে ইকবালের। ইয়ামিন তাঁর মেজ ছেলে। তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, ‘ছেলে ইয়ামিনকে নিয়ে ভোরে সিএনজি অটোরিকশা করে ইকবাল চট্টগ্রাম নগরীর পাহাড়তলী চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। সকাল আটটার দিকে আমাদের কাছে খবর আসে ইকবাল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেছে। আমরা লাশ দাফনের ব্যবস্থা করেছি। এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত