Ajker Patrika

রাউজানে ডাকাতদের চিনে ফেলায় নারীকে গুলি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 
গুলিবিদ্ধ জাহানারা বেগম। ছবি: আজকের পত্রিকা
গুলিবিদ্ধ জাহানারা বেগম। ছবি: আজকের পত্রিকা

রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জাহানারা বেগম নামের (৪৫) এক নারী ডাকাতের গুলিতে আহত হয়েছেন। গুলিবিদ্ধ জাহানারা ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার বাড়ির মো. লোকমানের স্ত্রী। সোমবার ভোরে ঘরে ডাকাত দল ঢুকলে তাদের চিনে ফেলায় জাহানারাকে গুলি করা হয়।

জাহানারা বেগমের ভাষ্য, সোমবার ভোরে জাহানারার বসতঘরে ১০-১২ জনের ডাকাত দল প্রবেশ করে। জাহানারা টের পাওয়ার পর ডাকাতদের চিনতে পারেন। তখন তাঁর পায়ে গুলি করে মালপত্র না নিয়ে ডাকাতেরা পালিয়ে যায়। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, জাহানারার স্বামী লোকমানও অপরাধজগতের মানুষ। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই নারীর দাবি, ডাকাতি করতে ১০-১২ জন প্রবেশ করেছিল তাঁর ঘরে। তিনি টের পাওয়ায় তাঁকে গুলি করে ডাকাতেরা পালিয়ে গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘রাউজানে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। এটি রহস্যজনক মনে হচ্ছে। তাঁর স্বামী ভালো নন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এটি কী কারণে ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত