Ajker Patrika

চন্দনাইশে কৃষিজমির উপরিভাগের মাটি কাটায় ১ ব্যক্তিকে লাখ টাকা জরিমানা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের চন্দনাইশে কৃষিজমির উপরিভাগের মাটি কাটায় মো. আজিজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে উপজেলার হাশিমপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেছেন, ‘মাটি ও বালুমহল আইনে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি স্কেভেটর ও ১টি ট্রাক জব্দ করা হয়।’ 

উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন জানান, গতকাল রোববার উপজেলার হাশিমপুর ইউনিয়নের হাশিমপুর গ্রামে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে অন্যত্র পরিবহন করা হচ্ছিল। এ সময় মাটি কেটে অন্য ব্যক্তির কাছে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দক্ষিণ গাছবাড়িয়া এলাকার বাসিন্দা মো. আজিজ মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আজিজের কাছ থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি ট্রাক ও ১টি স্কেভেটর জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত