Ajker Patrika

মুহূর্তে বিষাদে ভরে গেল ঈদ, ২ ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মায়ের

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
ঈদের দিন আহত ছেলের সঙ্গে বাবা আলী আকবর সুমন। ছবি: আজকের পত্রিকা
ঈদের দিন আহত ছেলের সঙ্গে বাবা আলী আকবর সুমন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের বাঁশখালী থেকে স্বামীর সঙ্গে ঈদ করতে শ্বশুরবাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রুজিনা আক্তার (২৮)। গতকাল রোববার দুপুরে বাঁশখালীর পিএবি সড়কের দমদমার দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি বাঁশখালীর বাণীগ্রামে বেড়াতে গিয়েছিলেন রুজিনা। ঈদ সামনে থাকায় স্বামী আলী আকবর সুমন (৩২) তাঁদের আনতে যান শ্বশুরবাড়ি। বেলা ২টার দিকে মোটরসাইকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আনোয়ারার উদ্দেশে রওনা দেন তিনি।

কিন্তু পথে পেছন থেকে দ্রুতগতির একটি বাস তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে চারজনই ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক রুজিনা আক্তারকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হয়েছেন স্বামী আলী আকবর সুমন, তাঁদের দুই ছেলে সানাম (১০) ও আট মাসের শিশু আরিয়ান।

আলী আকবরের চাচাতো ভাই আবদুর রহিম বলেন, ‘আমরা সন্ধ্যা ৭টার সময় হাসপাতাল থেকে লাশ এনে দাফন কাজ করছি। ঈদের আগের দিন এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের হাসপাতালে পাঠাই। ঘটনার পর বাসটি চলে যাওয়ায় আটক করা যায়নি, আমরা বাসটি শনাক্তের চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত