Ajker Patrika

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার 

চট্টগ্রামের পাহাড়তলীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন স্থানীয় বিএনপি নেতা মামুন আলী ওরফে কিং আলী। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী টোল রোড এলাকার এ্যাংকোরেজ ডিপোর উত্তর পাশের ওই ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কিং আলী হালিশহর থানার গলিচিপা পাড়ার হাজী আশরাফ আলীর ছেলে। তিনি নগর বিএনপির সদস্য ছিলেন বলে জানা গেছে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ। তিনি জানান, মোহাম্মদ ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানে হামলা, লুটপাট এবং চাঁদা দাবির অভিযোগে দুইজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সেই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তখন সেখানে উপস্থিত থাকা মূল অভিযুক্ত মামুন আলী প্রকাশ কিং আলীকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার কিং আলী এবং তার ভাই লোকমান আলীর বিরুদ্ধে দখলচেষ্টা, মালামাল লুট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন মোহাম্মদ ট্রেডিংয়ের ম্যানেজার আরিফ মঈনুদ্দীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত