Ajker Patrika

নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

বিজ্ঞপ্তি
সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত
সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সমাজ সেবক ও শিক্ষানুরাগী নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ব গাটিয়াডেঙ্গা মরহুমের গ্রামের বাড়িতে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের পরিবার, তাঁর আত্মীয়স্বজন এবং দীর্ঘদিনের হিতাকাঙ্ক্ষীরা বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেছেন।

২০২১ সালের ২ এপ্রিল চট্টগ্রাম নগরীর মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন নুরুল ইসলাম। জীবিত অবস্থায় তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডে নিবিড়ভাবে জড়িত ছিলেন।

অনন্য অবদান রাখেন আলোকিত সমাজ বিনির্মাণে। নুরুল ইসলাম সাংবাদিক মিজানুল ইসলাম ও অ্যাডভোকেট মহিউল ইসলামের বাবা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত