Ajker Patrika

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা

চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকার প্রার্থীর লোকজন হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামের (আনারস) নির্বাচনী প্রচারণার গাড়িতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফৌজুল কবির কুমারের ভাই ও তাঁর দলবল হামলা চালায়। 

জানা গেছে, হামলায় একজন আহত হয়েছেন। আহতের নাম ফারুক (২৫)। 

ফারুক জানান, মনসার টেক এলাকায় প্রচারণা চালানোর সময় নৌকা প্রার্থীর লোকজন বাধা দেয়। এ সময় তারা বলতে থাকে তাদের এলাকায় কোনো প্রচারণা চালানো যাবে না। এ কথা বলতে বলতে তাঁরা মারধর শুরু করে।  

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘আনারস প্রতীকের প্রচারণা চলছিল। আমাদের সিএনজি যখন মনসারটেক এলাকায় প্রচারণা করতে যায় তখন নৌকার প্রার্থী কুমারের ভাই বাবলু, বেলাল হোসেনসহ তাঁদের ১০-১৫ জন সমর্থক প্রথমে আনারসের প্রচারণায় বাধা দেয়। পরে মনসারটেক এলাকায় গাড়ি আটকিয়ে আমার কর্মী সমর্থকদের বিভিন্ন ধরনের হুমকি দেয় এবং মারধর করে। আমি ঘটনাটি পটিয়া থানার ওসিকে জানিয়েছি।’  

শফিকুল ইসলাম আরও বলেন, ‘নির্বাচনের আগেই তাঁরা এমন আচরণ করছে আর নির্বাচনে জয়ী হলে জনগণের সঙ্গে তাঁরা যে কেমন আচরণ করতে পারে সেটা জনগণের ভাবা উচিত। গত ইউপি নির্বাচনে ছুরি, রামদা, রড এবং অস্ত্র নিয়ে শোডাউন দিয়েও কাজ হয়নি। জনগণ অপচেষ্টা রুখে দিয়ে ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছিল। শুক্রবার সকালে আমি লিখিতভাবে পটিয়া থানা ও উপজেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করব।’ 

তবে এসব অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফৌজুল কবির কুমার বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটি একটি পরিকল্পিত সাজানো ঘটনা। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ 

ফৌজুল কবির কুমার আরও বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনের সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার জন্য ঘটনাটি ঘটিয়েছে। আমি এলাকার সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।’  

পটিয়া থানার পরিদর্শক  (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের মৌখিক অভিযোগ পেয়েছি। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।   

উল্লেখ্য, প্রথমবারের মতো ইউপি নির্বাচনে এবার হাবিলাসদ্বীপ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত