কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনায় আজিজুল হক (৪০) নামে এক স্কট নিখোঁজ রয়েছেন।
গতকাল রোববার রাতে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জাহাজে থাকা নাবিকসহ ১৩ জন প্রাণ বাঁচাতে নদীতে লাফ দেন। এঁদের মধ্যে ১২ জনকে উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন জাহাজের মালিকপক্ষের নিয়োজিত স্কট।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে জাহাজটি ডুবতে থাকে। পৌনে ১০টার দিকে পুরোপুরি তলিয়ে যায়। এ সময় জাহাজে থাকা লোকজন নদীতে লাফ দিলে আশপাশে থাকা নৌকার সাহায্যে তাঁরা উদ্ধার হয়।
ওসি একরাম উল্লাহ বলেন, বহির্নোঙর থেকে আমদানি করা সার বোঝাই করে কর্ণফুলী নদীতে প্রবেশের সময় নদীর মধ্যখানে ‘মাকসুদা-২’ নামে একটি লাইটার ডুবে গেছে। নিখোঁজ স্কটকে উদ্ধারে অভিযান চলছে। তবে কী কারণে জাহাজটি ডুবেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, জাহাজটি মাঝনদীতে ডুবেছে। এ কারণে কর্ণফুলী নদীতে অন্য জাহাজের চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারী-৯’-এর মাধ্যমে দুর্ঘটনাস্থলে বয়া বসানো হয়েছে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনায় আজিজুল হক (৪০) নামে এক স্কট নিখোঁজ রয়েছেন।
গতকাল রোববার রাতে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জাহাজে থাকা নাবিকসহ ১৩ জন প্রাণ বাঁচাতে নদীতে লাফ দেন। এঁদের মধ্যে ১২ জনকে উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন জাহাজের মালিকপক্ষের নিয়োজিত স্কট।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে জাহাজটি ডুবতে থাকে। পৌনে ১০টার দিকে পুরোপুরি তলিয়ে যায়। এ সময় জাহাজে থাকা লোকজন নদীতে লাফ দিলে আশপাশে থাকা নৌকার সাহায্যে তাঁরা উদ্ধার হয়।
ওসি একরাম উল্লাহ বলেন, বহির্নোঙর থেকে আমদানি করা সার বোঝাই করে কর্ণফুলী নদীতে প্রবেশের সময় নদীর মধ্যখানে ‘মাকসুদা-২’ নামে একটি লাইটার ডুবে গেছে। নিখোঁজ স্কটকে উদ্ধারে অভিযান চলছে। তবে কী কারণে জাহাজটি ডুবেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, জাহাজটি মাঝনদীতে ডুবেছে। এ কারণে কর্ণফুলী নদীতে অন্য জাহাজের চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারী-৯’-এর মাধ্যমে দুর্ঘটনাস্থলে বয়া বসানো হয়েছে।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীসহ রাজ্যের বিশিষ্টজনের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠানো হয়েছে।
৫ মিনিট আগেদিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট আদর্শ গ্রামে জরিনা বেগম (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তাঁর স্বামী নাজির উদ্দিন পলাতক রয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে নিজ শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগেসম্প্রসারণ কাজের জন্য শনিবার (১২ জুলাই) সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
২৫ মিনিট আগেকুমিল্লা শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরনের পতন ঘটেছে। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৫ দশমিক ৬৩ শতাংশ। কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও, যা এবার ২ হাজার ১৯৮ জন কম।
৩১ মিনিট আগে