Ajker Patrika

চট্টগ্রামে পুলিশ লাইনের গেট থেকে ছুরিসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে দেখা করতে আসা এক যুবককে ছুরিসহ আটক করেছে পুলিশ। আজ বুধবার চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনের গেট থেকে তাকে আটক করা হয়। তবে পুলিশ ওই যুবক মানসিকভাবে বিকারগ্রস্ত জানালেও নাম–পরিচয় প্রকাশে অপরাগতা প্রকাশ করে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সূত্রে জানা যায়, নগরীর দামপাড়া পুলিশ লাইনের ভেতরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়। বুধবার দুপুরে ওই যুবক দামপাড়া পুলিশ লাইনে এসে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন বলে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। এ সময় তার কাঁধে একটি ব্যাগ ছিল। তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পুলিশ সদস্যরা ব্যাগ তল্লাশি করে একটি ছুরি উদ্ধার করেন। 

এডিসি কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ছুরিসহ আটক যুবকের পরিবার বলেছে, তিনি (আটক যুবক) দীর্ঘদিন ধরে মানসিক বিকারগ্রস্ত। আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেও সন্দেহজনক কিছু পাইনি। মানসিকভাবে অসুস্থ হওয়ায় পরে ওই যুবককে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত