Ajker Patrika

দোকানে দুর্বৃত্তের হামলা, সাহায্যের জন্য মাইকে ঘোষণা দেওয়ায় মসজিদে তালা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
দোকানে দুর্বৃত্তের হামলা, সাহায্যের জন্য মাইকে ঘোষণা দেওয়ায় মসজিদে তালা

চট্টগ্রামের আনোয়ারায় ভোররাতে মুদির দোকানে হামলা চালানো হয়েছে। এ সময় পাশের মসজিদ থেকে স্থানীয়রা সাহায্য করতে বের হওয়ার চেষ্টা করলে বাইরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। 

পাশাপাশি হামলাকারীরা আগুন দিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। 

গত শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকার মেসার্স আমজাদী ভান্ডারে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—দোকানের কর্মচারী মোহাম্মদ জুয়েল (২৮), স্থানীয় মোহাম্মদ রিপন (৩২), মোহাম্মদ মানিক (৩০), মোহাম্মদ ইউসুফ (৫০)। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রুস্তমহাট এলাকার মেসার্স আমজাদী ভান্ডারে ভুক্তভোগী মোহাম্মদ ইকরাম আমজাদী বলেন, ‘স্থানীয় কিছু সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে দোকানে এসে আমাদের কাছ থেকে চাঁদা দাবি, হামলা এবং দোকান দখলের হুমকি দিত। এর আগেও একবার দিনদুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা ও ভাঙচুর করে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে ৫০-৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আবারও দোকানে হামলা চালিয়ে লুটপাট করে এবং কর্মচারীদের মারধর করে।’ 

আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেলতিনি বলেন, ‘এ সময় মসজিদে নামাজ পড়া মুসল্লীদের হামলার ঘটনাটি জানানোর পর তারা আহতদের সহযোগিতায় এগিয়ে আসতে মসজিদের মাইকে ঘোষণা করা হয়। এ সময় হামলাকারীরা মসজিদে এসে তালা ঝুলিয়ে দেয় এবং বাইরে আগুন দিয়ে আমাদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ছাড়া ভাঙচুর করে অপর একটি মোটরসাইকেল। এ ঘটনায় আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’ 

আনোয়ারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বটতলী এলাকার দোকানে হামলার ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন ভুক্তভোগীরা। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ বা মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত