কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় ভোররাতে মুদির দোকানে হামলা চালানো হয়েছে। এ সময় পাশের মসজিদ থেকে স্থানীয়রা সাহায্য করতে বের হওয়ার চেষ্টা করলে বাইরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
পাশাপাশি হামলাকারীরা আগুন দিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
গত শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকার মেসার্স আমজাদী ভান্ডারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—দোকানের কর্মচারী মোহাম্মদ জুয়েল (২৮), স্থানীয় মোহাম্মদ রিপন (৩২), মোহাম্মদ মানিক (৩০), মোহাম্মদ ইউসুফ (৫০)। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রুস্তমহাট এলাকার মেসার্স আমজাদী ভান্ডারে ভুক্তভোগী মোহাম্মদ ইকরাম আমজাদী বলেন, ‘স্থানীয় কিছু সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে দোকানে এসে আমাদের কাছ থেকে চাঁদা দাবি, হামলা এবং দোকান দখলের হুমকি দিত। এর আগেও একবার দিনদুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা ও ভাঙচুর করে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে ৫০-৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আবারও দোকানে হামলা চালিয়ে লুটপাট করে এবং কর্মচারীদের মারধর করে।’
তিনি বলেন, ‘এ সময় মসজিদে নামাজ পড়া মুসল্লীদের হামলার ঘটনাটি জানানোর পর তারা আহতদের সহযোগিতায় এগিয়ে আসতে মসজিদের মাইকে ঘোষণা করা হয়। এ সময় হামলাকারীরা মসজিদে এসে তালা ঝুলিয়ে দেয় এবং বাইরে আগুন দিয়ে আমাদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ছাড়া ভাঙচুর করে অপর একটি মোটরসাইকেল। এ ঘটনায় আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
আনোয়ারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বটতলী এলাকার দোকানে হামলার ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন ভুক্তভোগীরা। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ বা মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের আনোয়ারায় ভোররাতে মুদির দোকানে হামলা চালানো হয়েছে। এ সময় পাশের মসজিদ থেকে স্থানীয়রা সাহায্য করতে বের হওয়ার চেষ্টা করলে বাইরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
পাশাপাশি হামলাকারীরা আগুন দিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
গত শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকার মেসার্স আমজাদী ভান্ডারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—দোকানের কর্মচারী মোহাম্মদ জুয়েল (২৮), স্থানীয় মোহাম্মদ রিপন (৩২), মোহাম্মদ মানিক (৩০), মোহাম্মদ ইউসুফ (৫০)। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রুস্তমহাট এলাকার মেসার্স আমজাদী ভান্ডারে ভুক্তভোগী মোহাম্মদ ইকরাম আমজাদী বলেন, ‘স্থানীয় কিছু সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে দোকানে এসে আমাদের কাছ থেকে চাঁদা দাবি, হামলা এবং দোকান দখলের হুমকি দিত। এর আগেও একবার দিনদুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা ও ভাঙচুর করে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে ৫০-৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আবারও দোকানে হামলা চালিয়ে লুটপাট করে এবং কর্মচারীদের মারধর করে।’
তিনি বলেন, ‘এ সময় মসজিদে নামাজ পড়া মুসল্লীদের হামলার ঘটনাটি জানানোর পর তারা আহতদের সহযোগিতায় এগিয়ে আসতে মসজিদের মাইকে ঘোষণা করা হয়। এ সময় হামলাকারীরা মসজিদে এসে তালা ঝুলিয়ে দেয় এবং বাইরে আগুন দিয়ে আমাদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ছাড়া ভাঙচুর করে অপর একটি মোটরসাইকেল। এ ঘটনায় আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
আনোয়ারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বটতলী এলাকার দোকানে হামলার ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন ভুক্তভোগীরা। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ বা মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাকসু নির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও এজিএস প্রার্থীরা। আর জিএস পদে এগিয়ে আছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
১৪ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিই জ্বলছে। ১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা।
১৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের বেগম রোকেয়া হলেও ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবিরের চেয়ে তিন গুণ বেশি ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
২৬ মিনিট আগেতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীপারে মশাল প্রজ্বালন করেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর ও নীলফামারীতে একযোগে এই কর্মসূচি পালন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’।
১ ঘণ্টা আগে