Ajker Patrika

চট্টগ্রামে ওয়াসার প্রকল্পে অনিয়মের খোঁজে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
স্যুয়ারেজ প্রকল্পে অনিয়মের খোঁজে চট্টগ্রাম নগরীর দামপাড়ায় ওয়াসা ভবনে আজ দুপুরে অভিযান চালায় দুদক। ছবি: সংগৃহীত
স্যুয়ারেজ প্রকল্পে অনিয়মের খোঁজে চট্টগ্রাম নগরীর দামপাড়ায় ওয়াসা ভবনে আজ দুপুরে অভিযান চালায় দুদক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ওয়াসার ৩ হাজার ৮০৮ কোটি টাকার স্যুয়ারেজ প্রকল্পে অনিয়মের খোঁজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুরে দামপাড়ায় ওয়াসা ভবনে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান।

অভিযানকালে দুদক কর্মকর্তারা বলেছেন, প্রকল্পটির ট্রিটমেন্ট প্ল্যান্টের সাইড ওয়ালে ফাটল দেখতে পেয়েছেন তাঁরা। অভিযানের পর সংশ্লিষ্ট কিছু কাগজপত্র দুদক কর্মকর্তারা নিয়ে গেছেন বলে জানান ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম।

অভিযান শেষে সাঈদ মোহাম্মদ ইমরান সাংবাদিকদের বলেন, ‘সরেজমিনে ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করে অনেকগুলো ফাটল দেখতে পেয়েছি। প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তিনি কী ব্যবস্থা নিয়েছেন, তা জানতে চেয়েছি।’

দুদকের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান আরও বলেন, ‘সাবেক এমডি দীর্ঘ ১৫ বছর দায়িত্বে ছিলেন। এই সময়ে তাঁর বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ আমাদের কাছে আছে। বিশেষ করে ২০২০ সালে ওয়াসা ভবনের তৃতীয় তলায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। অগ্নিকাণ্ডের ঘটনাটি সাজানো ছিল—এমন অভিযোগ এসেছে। এ-সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে দেখছি আমরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত