Ajker Patrika

সংঘর্ষ ও খুনের পর মিরসরাইয়ে বিএনপির ৩ কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম
সংঘর্ষ ও খুনের পর মিরসরাইয়ে বিএনপির ৩ কমিটি স্থগিত

নিজেদের মধ্যে সংঘর্ষ ও খুনের পর চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির সদ্য ঘোষিত তিনটি কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল শনিবার রাতে এ তথ্য জানানো হয়। স্থগিত হয়েছে মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারিয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কমিটি প্রকাশ হওয়ার পর দুর্ভাগ্যজনকভাবে বিশেষ একটি পক্ষ সন্ত্রাসী কর্মকাণ্ড করে এলাকায় জনগণকে ভীতসন্ত্রস্ত করে তোলে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে অস্থিরতা সৃষ্টি করে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে একজন নিরীহ মানুষ হত্যার শিকার হন এবং ১৫ জন গুরুতরভাবে জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে মিরসরাইয়ের জনগণের পাশে থাকার লক্ষ্যে অনুমোদিত তিন কমিটির কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোলাম আকবর জানান, পরবর্তী করণীয় বসে ঠিক করা হবে। কমিটি গঠনের পর হত্যাসহ নানা নৈরাজ্যে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ১৮ মার্চ মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর ২৪ মার্চ গোলাম আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারিয়ারহাট পৌরসভা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নতুন ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে দলের মধ্যে বিরোধ দেখা দেয়। একটি পক্ষ ২৫ মার্চ মহাসড়কে ঝাড়ুমিছিল ও বিক্ষোভ সমাবেশ করে কমিটি প্রতিহত করার ঘোষণা দেয়। পরদিন দুই পক্ষের সংঘর্ষকালে মোহাম্মদ জাবেদ নামের এক পথচারী নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত