Ajker Patrika

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২২, ০৩: ১৫
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। 
 
মিরসরাই ফায়ার সার্ভিস এবং বাজারের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে চারটি দোকানের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। 

বাজারের ব্যবসায়ী নুর উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। বড় বড় চারটি মুদি দোকান পুড়ে আনুমানিক কোটি টাকার ক্ষতিক্ষতি হয়েছে। 

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা মিরসরাই ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নাজমুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্টেশন থেকে দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। তবুও কয়েকটি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত