Ajker Patrika

বাবার জন্য কিছু কিনতে গিয়ে নিখোঁজ মহীমা ফিরল ২ বছর পর

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাবার জন্য কিছু কিনতে গিয়ে নিখোঁজ মহীমা ফিরল ২ বছর পর

বাক প্রতিবন্ধ শিশু মহিমা আক্তার। বয়স আনুমানিক ১১ বছর। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়। বিগত দুবছর আগে সে তাঁর বাবার জন্য দোকান থেকে কিছু একটা আনতে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল, শিশু বিষয়ক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘুরে ওই শিশুর জায়গা হয় চট্টগ্রাম বিভাগের শিশু কিশোর হেফাজতের নিরাপদ আবাসনে (সেফ হোম)। 

গতকাল বুধবার বিকেলে পরিচয় নিশ্চিতের পর মহিমাকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে চট্টগ্রাম বিভাগের সেফ হোম কর্তৃপক্ষ। নিখোঁজ শিশুটিকে মা-বাবার কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন সেফ হোমের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। এ সময় সেফ হোমে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। দীর্ঘ দুবছর পর মহিমা তার মা-বাবাকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে। 

মহিমা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা ১৩ নম্বর জোয়াগ ইউনিয়নের কৈলাইন গ্রামের জোয়াগ এলাকার শরীফ হোসেনের মেয়ে। 

জানা যায়, ২০২০ সালের ১০ মার্চ রাতে চাটখিল বাজারে শিশু মহিমাকে কাঁদতে দেখে চাটখিল থানার টহলরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চাটখিল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর নওশাদ কবির শিশুটিকে চাটখিল উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তার অফিস হয়ে উপজেলা নির্বাহী অফিসার সেফহোমে পাঠান। সেই থেকে অদ্যাবধি মহিমা সেফ হোমে অবস্থান করছিল। এরই মধ্যে গত সোমবার সেফ হোম কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ওই শিশুর আদ্যোপান্ত নিয়ে প্রচারিত ভিডিও দেখেন মহিমার বাবা। পরে তিনি সেফ হোম কর্তৃপক্ষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত