প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)
প্রাণ ফিরে পেয়েছে কাপ্তাইয়ের পর্যটন শিল্প। দীর্ঘ সাড়ে ৪ মাস পর গত ১৯ আগস্ট দেশের অন্যান্য স্থানের মতো কাপ্তাইয়ের সব বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। খোলার শুরুতে পর্যটক কিছুটা কম ছিল। কিন্তু গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।
গতকাল বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাইয়ের শিলছড়ি প্রশান্তি পার্ক, বিজিবি পরিচালিত ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁ, কাপ্তাই নৌবাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, সেনাবাহিনী পরিচালিত লেকশোর ও লেকভিউ পিকনিক স্পটে গিয়ে দেখা যায়, রাঙামাটি জেলাসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে এসেছে। আবার কেউ কেউ ইঞ্জিন চালিত বোট নিয়ে কাপ্তাই লেক ভ্রমণ করছেন।
শিলছড়ি প্রশান্তি পার্কে ঘুরতে আসা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার শাকিল-ইয়াসমিন দম্পতি বলেন, দীর্ঘ লকডাউনে ছেলেমেয়েরা ঘরে বসে থেকে অনেক মনমরা হয়ে গিয়েছিল। তাই তাদের মনটাকে একটু প্রশান্তি দিতে আজকে এই পার্কে এসেছি।
ওয়াগ্গা বিজিবি পরিচালিত জুম রেস্তোরাঁয় ঘুরতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নেই কোন আড্ডা। তাই দল বেঁধে এইখানে ঘুরতে আসলাম। কর্ণফুলীর নদীর তীরে বসে মনটাকে একটু হালকা করলাম।
কাপ্তাই প্রশান্তি পার্কের ম্যানেজার মাসুদ তালুকদার বলেন, আজ সাপ্তাহিক ছুটির দিনে এইখানে প্রচুর পর্যটক এসেছে। তবে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক না পড়া কোন পর্যটককে পার্কে প্রবেশ করতে দিচ্ছি না।
কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন বলেন, পর্যটন শহর হিসেবে খ্যাত রূপসী কাপ্তাইয়ে সাপ্তাহিক ছুটির দিনে প্রচুর পর্যটক আসে। কাপ্তাইয়ের প্রবেশ মুখ রেশম বাগান পুলিশ চেকপোস্ট এলাকায় সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন এবং বিনোদনকেন্দ্রের আশপাশে আমাদের নিয়মিত পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। সকল পর্যটকেরা সরকারি নির্দেশনা মেনে যাতে বিনোদনকেন্দ্রে যায় সে জন্য তাঁদের পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।
প্রাণ ফিরে পেয়েছে কাপ্তাইয়ের পর্যটন শিল্প। দীর্ঘ সাড়ে ৪ মাস পর গত ১৯ আগস্ট দেশের অন্যান্য স্থানের মতো কাপ্তাইয়ের সব বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। খোলার শুরুতে পর্যটক কিছুটা কম ছিল। কিন্তু গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।
গতকাল বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাইয়ের শিলছড়ি প্রশান্তি পার্ক, বিজিবি পরিচালিত ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁ, কাপ্তাই নৌবাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, সেনাবাহিনী পরিচালিত লেকশোর ও লেকভিউ পিকনিক স্পটে গিয়ে দেখা যায়, রাঙামাটি জেলাসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে এসেছে। আবার কেউ কেউ ইঞ্জিন চালিত বোট নিয়ে কাপ্তাই লেক ভ্রমণ করছেন।
শিলছড়ি প্রশান্তি পার্কে ঘুরতে আসা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার শাকিল-ইয়াসমিন দম্পতি বলেন, দীর্ঘ লকডাউনে ছেলেমেয়েরা ঘরে বসে থেকে অনেক মনমরা হয়ে গিয়েছিল। তাই তাদের মনটাকে একটু প্রশান্তি দিতে আজকে এই পার্কে এসেছি।
ওয়াগ্গা বিজিবি পরিচালিত জুম রেস্তোরাঁয় ঘুরতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নেই কোন আড্ডা। তাই দল বেঁধে এইখানে ঘুরতে আসলাম। কর্ণফুলীর নদীর তীরে বসে মনটাকে একটু হালকা করলাম।
কাপ্তাই প্রশান্তি পার্কের ম্যানেজার মাসুদ তালুকদার বলেন, আজ সাপ্তাহিক ছুটির দিনে এইখানে প্রচুর পর্যটক এসেছে। তবে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক না পড়া কোন পর্যটককে পার্কে প্রবেশ করতে দিচ্ছি না।
কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন বলেন, পর্যটন শহর হিসেবে খ্যাত রূপসী কাপ্তাইয়ে সাপ্তাহিক ছুটির দিনে প্রচুর পর্যটক আসে। কাপ্তাইয়ের প্রবেশ মুখ রেশম বাগান পুলিশ চেকপোস্ট এলাকায় সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন এবং বিনোদনকেন্দ্রের আশপাশে আমাদের নিয়মিত পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। সকল পর্যটকেরা সরকারি নির্দেশনা মেনে যাতে বিনোদনকেন্দ্রে যায় সে জন্য তাঁদের পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
৩২ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
৩৪ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
৪২ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
৪৪ মিনিট আগে