কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারার দক্ষিণ কোরীয় কেইপিজেডের একটি কারখানায় স্থানীয়দের চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরি প্রার্থী ও স্থানীয়রা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উত্তর বন্দর এলাকায় কেইপিজেডের আমেরিকান অ্যান্ড এফার্ড (বাংলাদেশ) লিমিটেড কারখানার গেটে এ অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
কর্মসূচিতে বক্তব্য দেন— স্থানীয় বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, ইউপি সদস্য ফরহাদ খান, মহিলা ইউপি সদস্য রুমি আকতার, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ–সভাপতি মুজিবুর রহমান বুলু, যুবলীগ নেতা সাইফুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আমিন মিয়া, সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবেদ হোসেন, হামিদুল ইসলাম, হোসাইন মাসুদ, তারেক হোসেন সিজান, মুরাদ হোসেন সাব্বিরসহ স্থানীয় শতাধিক চাকরি প্রার্থী।
বৈরাগ ইউনিয়নের বাসিন্দাদের আমেরিকান অ্যান্ড এফার্ড (বাংলাদেশ) লিমিটেড কারখানা থেকে চাকরিচ্যুত করা এবং নিয়োগ না দেওয়ার অভিযোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয় বলে অংশগ্রহণকারীরা জানান।
চাকরিচ্যুত হওয়া হামিদুল ইসলাম বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরই আবেদন করি চাকরির জন্য। ইন্টারভিউ নেওয়ার পর চাকরির নিয়োগপত্র দেয় আমাকে। যোগদানের দিন জিজ্ঞেস করে বাড়ি কোথায়? আনোয়ারা ঠিকানা দেখে তারা জানায়, আজ চলে যান, পরবর্তীতে আপনাকে ফোন করে জানানো হবে। পরবর্তীতে জানানো হয়, স্থানীয় হওয়ার কারণে চাকরিটি আর হয়নি। এ রকম ঘটনার শিকার শুধু আমি নই, আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার–হাজার যুবক–যুবতীরা।’
স্থানীয় বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, ‘স্থানীয়দের চাকরিচ্যুত ও নিয়োগ না দেওয়ার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে স্থানীয়দের নিয়োগ দান এবং চাকরিচ্যুতদের ব্যাপারে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেইপিজেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুশফিকুর রহমান বলেন, ‘কেইপিজেডের আড়াই হাজার শ্রমিকের মধ্যে অর্ধেকই স্থানীয়। স্থানীয়রাই অগ্রাধিকার বেশি পাবেন সব কারখানায়। এটি আমেরিকান কারখানার নিয়োগ–নীতিমালা অনুযায়ী এখানে চাকরি হবে। চাকরিপ্রার্থীদের মধ্যে এটা ভুল বোঝাবুঝি মাত্র। তাঁদের সঙ্গে বৈঠক হয়েছে। আন্দোলন কখনো ভালো কিছু বয়ে আনে না। নিয়োগ দান এবং চাকরিচ্যুতদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
চট্টগ্রামের আনোয়ারার দক্ষিণ কোরীয় কেইপিজেডের একটি কারখানায় স্থানীয়দের চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরি প্রার্থী ও স্থানীয়রা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উত্তর বন্দর এলাকায় কেইপিজেডের আমেরিকান অ্যান্ড এফার্ড (বাংলাদেশ) লিমিটেড কারখানার গেটে এ অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
কর্মসূচিতে বক্তব্য দেন— স্থানীয় বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, ইউপি সদস্য ফরহাদ খান, মহিলা ইউপি সদস্য রুমি আকতার, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ–সভাপতি মুজিবুর রহমান বুলু, যুবলীগ নেতা সাইফুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আমিন মিয়া, সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবেদ হোসেন, হামিদুল ইসলাম, হোসাইন মাসুদ, তারেক হোসেন সিজান, মুরাদ হোসেন সাব্বিরসহ স্থানীয় শতাধিক চাকরি প্রার্থী।
বৈরাগ ইউনিয়নের বাসিন্দাদের আমেরিকান অ্যান্ড এফার্ড (বাংলাদেশ) লিমিটেড কারখানা থেকে চাকরিচ্যুত করা এবং নিয়োগ না দেওয়ার অভিযোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয় বলে অংশগ্রহণকারীরা জানান।
চাকরিচ্যুত হওয়া হামিদুল ইসলাম বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরই আবেদন করি চাকরির জন্য। ইন্টারভিউ নেওয়ার পর চাকরির নিয়োগপত্র দেয় আমাকে। যোগদানের দিন জিজ্ঞেস করে বাড়ি কোথায়? আনোয়ারা ঠিকানা দেখে তারা জানায়, আজ চলে যান, পরবর্তীতে আপনাকে ফোন করে জানানো হবে। পরবর্তীতে জানানো হয়, স্থানীয় হওয়ার কারণে চাকরিটি আর হয়নি। এ রকম ঘটনার শিকার শুধু আমি নই, আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার–হাজার যুবক–যুবতীরা।’
স্থানীয় বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, ‘স্থানীয়দের চাকরিচ্যুত ও নিয়োগ না দেওয়ার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে স্থানীয়দের নিয়োগ দান এবং চাকরিচ্যুতদের ব্যাপারে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেইপিজেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুশফিকুর রহমান বলেন, ‘কেইপিজেডের আড়াই হাজার শ্রমিকের মধ্যে অর্ধেকই স্থানীয়। স্থানীয়রাই অগ্রাধিকার বেশি পাবেন সব কারখানায়। এটি আমেরিকান কারখানার নিয়োগ–নীতিমালা অনুযায়ী এখানে চাকরি হবে। চাকরিপ্রার্থীদের মধ্যে এটা ভুল বোঝাবুঝি মাত্র। তাঁদের সঙ্গে বৈঠক হয়েছে। আন্দোলন কখনো ভালো কিছু বয়ে আনে না। নিয়োগ দান এবং চাকরিচ্যুতদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
রিজভী পৌরসভা এলাকার বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা করতেন। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১৪ মিনিট আগেগাইবান্ধা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হয় ২০১৪ সালে। এরপর কেটে গেছে প্রায় ১১ বছর। তবে রয়ে গেছে নানান সংকট। ২০১৮ সালে হাসপাতালটির নতুন ভবন উদ্বোধন করা হলেও জনবলসংকট ও অবকাঠামোর অভাবে সেটি আজও চালু করতে পারেনি কর্তৃপক্ষ। তারা বলছে, সংশ্লিষ্ট দপ্তরে বারবার চিঠি দিয়েও কাজ হচ্ছে না। ফলে পুরোনো ভবনে
৫ ঘণ্টা আগেআমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে ক্যারেটের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। এতে বাড়তি লোকসানের মুখে পড়েছেন আমচাষি, ব্যবসায়ী ও ভোক্তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ক্যারেট ব্যবসায়ীরা। আর নজরদারি বাড়ানোর কথা বলেছে প্রশাসন।
৬ ঘণ্টা আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা মেডিসিন ওয়ার্ডে রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সেখানে নেই পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ও শৌচাগার। বিভিন্ন কক্ষ থাকে অন্ধকার। এমন পরিবেশে দৈনিক চিকিৎসা নেন হাজারখানেক রোগী। যাঁদের একাংশের ঠাঁই হয় মেঝেতে। এমনকি চিকি
৬ ঘণ্টা আগে