Ajker Patrika

সন্দীপে বাল্কহেড ডুবি: সাগর থেকে আরও ১ শ্রমিকের লাশ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ২৩: ০৪
সন্দীপে বাল্কহেড ডুবি: সাগর থেকে আরও ১ শ্রমিকের লাশ উদ্ধার

চট্টগ্রামের সন্দীপে বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে আরও এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সৈকত সংলগ্ন সাগর উপকূল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

এর আগে, আজ দুপুর ১২টার দিকে একই স্থান থেকে নবীর হোসেন (১৯) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়। বাল্কহেড ডুবির ঘটনায় এখনো দুজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

সন্ধ্যায় উদ্ধার হওয়া মো. মান্নান (২৬) লক্ষ্মীপুর জেলার আলেকজেন্ডার থানার সবুজ এলাকার আইয়ুব আলীর ছেলে। তাঁরা দুজনে চার দিন আগে সন্দ্বীপ চ্যানেলে ডুবে যাওয়া বালুবাহী ওই বাল্কহেডে ছিলেন। 

গত ২৫ ফেব্রুয়ারি সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূল থেকে বালুবাহী বাল্কহেডটি সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। বাল্কহেডটি সন্দ্বীপ চ্যানেলের চার কিলোমিটার এলাকা অতিক্রমকালে বড় ঢেউয়ের কবলে পড়ে ইঞ্জিনের অংশ ডুবে যায়। 

এতে নিখোঁজ হন ওই বাল্কহেডে থাকা শ্রমিক মো. মান্নান, আবদুল হান্নান (১৯), সোনা মিয়া (৫৫) ও নবীর হোসেন। এ ঘটনায় চার শ্রমিককে উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

গত মঙ্গলবার রাতে দুর্ঘটনা ও নিখোঁজের ঘটনায় বাল্কহেডের মালিক সৈয়দ জুনাইদুল হক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে নিখোঁজের চার দিন পর চার শ্রমিকের মধ্যে নবীর ও মান্নানের মরদেহ পাওয়া গেল। তবে এখনো দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আরও জানান, উদ্ধার করা দুই শ্রমিকের মধ্যে নবীর হোসেনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে আজ বিকেলে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ ছাড়া সন্ধ্যায় উদ্ধার করা শ্রমিক মান্নানের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর থানায় আনা হয়েছে। খবর দেওয়া হয়েছে তাঁর স্বজনদের। আইনগত প্রক্রিয়া শেষে ওই শ্রমিকের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত