মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বাস চাপায় ইসরাত জাহান রিমা (৯) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পুরোনো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার জামাল উদ্দিনের মেয়ে। সে হাজীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
হাজ্বীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল হাসান সোহাগ জানান, স্কুল ছুটির পর ইসরাত সড়ক পারাপারের সময় মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী একটি বাস চাপায় আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রধান শিক্ষক মাইনুল হাসান সোহাগ বলেন, গত বছরও একই জায়গায় মাছবাহী একটি পিকআপভ্যানের চাপায় আমাদের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়া ধর বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল হাসান বলেন, আজ আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে বাস চাপায় ইসরাত জাহান রিমা (৯) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পুরোনো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার জামাল উদ্দিনের মেয়ে। সে হাজীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
হাজ্বীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল হাসান সোহাগ জানান, স্কুল ছুটির পর ইসরাত সড়ক পারাপারের সময় মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী একটি বাস চাপায় আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রধান শিক্ষক মাইনুল হাসান সোহাগ বলেন, গত বছরও একই জায়গায় মাছবাহী একটি পিকআপভ্যানের চাপায় আমাদের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়া ধর বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল হাসান বলেন, আজ আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোলা জেলা কারাগারে মো. শফিউল আলম শফি (৪৯) নামের এক কয়েদি মারা গেছেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি ছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শফিকে ভোলা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান মাহমুদ তাঁকে মৃত ঘোষণা করেন।
১৯ মিনিট আগেফিলিং স্টেশনের কর্মচারী কাজী মারুফ হোসেন হত্যা মামলায় সহকর্মী রাব্বীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা, ফরিদা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
২১ মিনিট আগেনেত্রকোনার দুর্গাপুরে বন্ধুকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণের মামলায় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ দুর্জয়কে (২৪) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পা
৩৩ মিনিট আগেলোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
৪১ মিনিট আগে