নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রামের এক নেত্রীকে রাস্তা থেকে ধরে থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নারী শিক্ষার্থীরা। আজ রোববার বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানাধীন জিপিওর সামনে থেকে ওই নেত্রীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আটক হওয়া ওই নেত্রী হলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহমহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা লিমা। গত বছর মার্চে ৭৩ সদস্যের একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পূর্ণাঙ্গ যে কমিটি ঘোষণা করা হয়, সেখানে তাঁর নাম রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা একজন নারীকে ধরে থানায় সোপর্দ করেছে। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী বলে জানতে পেরেছি। ওনার বিষয়ে যাচাই-বাছাই চলছে। এরপর কোনো অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে জিপিওর সামনে দেখতে পেয়ে ১০-১৫ জন নারী শিক্ষার্থী তাঁকে ঘিরে ফেলেন। এ সময় ওই নেত্রীর সঙ্গে শিক্ষার্থীদের তর্ক হয়। শিক্ষার্থীরা তাঁকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করেন। ওই নেত্রীর সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রীর ছবি দেখায় শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে তাঁকে নিয়ে তিন মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত কোতোয়ালি থানার উদ্দেশে রওনা হন শিক্ষার্থীরা। যাওয়ার সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় স্বেরাচারীদের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে থাকে। এ সময় আটক নেত্রী মোবাইল ফোনে কথা বলতে চাইলে শিক্ষার্থীরা ফোন কেড়ে নিয়ে রেখে দেন। একপর্যায়ে ওই নেত্রী সড়কের ওপর কয়েক সেকেন্ডের জন্য বসে পড়েন। পরে শিক্ষার্থীরা সেখান তাঁকে তুলে থানায় নিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রামের এক নেত্রীকে রাস্তা থেকে ধরে থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নারী শিক্ষার্থীরা। আজ রোববার বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানাধীন জিপিওর সামনে থেকে ওই নেত্রীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আটক হওয়া ওই নেত্রী হলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহমহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা লিমা। গত বছর মার্চে ৭৩ সদস্যের একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পূর্ণাঙ্গ যে কমিটি ঘোষণা করা হয়, সেখানে তাঁর নাম রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা একজন নারীকে ধরে থানায় সোপর্দ করেছে। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী বলে জানতে পেরেছি। ওনার বিষয়ে যাচাই-বাছাই চলছে। এরপর কোনো অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে জিপিওর সামনে দেখতে পেয়ে ১০-১৫ জন নারী শিক্ষার্থী তাঁকে ঘিরে ফেলেন। এ সময় ওই নেত্রীর সঙ্গে শিক্ষার্থীদের তর্ক হয়। শিক্ষার্থীরা তাঁকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করেন। ওই নেত্রীর সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রীর ছবি দেখায় শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে তাঁকে নিয়ে তিন মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত কোতোয়ালি থানার উদ্দেশে রওনা হন শিক্ষার্থীরা। যাওয়ার সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় স্বেরাচারীদের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে থাকে। এ সময় আটক নেত্রী মোবাইল ফোনে কথা বলতে চাইলে শিক্ষার্থীরা ফোন কেড়ে নিয়ে রেখে দেন। একপর্যায়ে ওই নেত্রী সড়কের ওপর কয়েক সেকেন্ডের জন্য বসে পড়েন। পরে শিক্ষার্থীরা সেখান তাঁকে তুলে থানায় নিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।
‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি বলছে, দিনব্যাপী অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রচুর জনসমাগম
২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক দুটি হত্যা মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতা-কর্মীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রফিকুল বারী রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোস
১০ মিনিট আগেরাউজানে মো. মিন্টু মিয়া (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি কলোনির ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
১১ মিনিট আগেখুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক মো. রুহুল আমিনকে। তিনি বাংলদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি ফ্যাকাল্টির ডিন। তাঁকে চার বছরের জন্য ভিসি নিয়োগ দিয়ে আজ সোমবার (৪ আগস্ট) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ মিনিট আগে