Ajker Patrika

অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে বাধার মুখে চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

নগরীর চকবাজারে হাজী বিরিয়ানি হাউস নামের একটি হোটেলের ফুটপাতের উপর সম্প্রসারিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বাধার সম্মুখীন হন চট্টগ্রাম সিটি করপোরেশনের লোকজন। শনিবার দুপুরে চকবাজার মোড়ে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, উচ্ছেদের সময় হাতাহাতির ঘটনাও ঘটে। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান আজকের পত্রিকাকে বলেন, নির্ধারিত শিডিউল অনুযায়ী শনিবার চকবাজারে উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন চসিকের লোকজন। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে সেখানকার লোকজনের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। তবে সেখানে মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি। পরে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশের উপস্থিতিতে চসিকের লোকজন উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেন। 

তিনি আরও বলেন, যাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছিল তাঁদের অভিযোগ ছিল অগ্রিম কোনো নোটিশ প্রদান ছাড়াই চসিকের লোকজন উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছিলেন। মূলত এটা নিয়েই সামান্য ঝামেলার সৃষ্টি হয়েছিল।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল কালাম চৌধুরী বলেন, ‘উচ্ছেদ চালাতে গিয়ে সামান্য একটু ঝামেলা হয়েছিল এবং কোনো ম্যাজিস্ট্রেট সঙ্গে ছিলেন না বলে শুনেছি।’  

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত