রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে সেরেস্তাদারের যোগসাজশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ভুয়া তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গতকাল বুধবার দুপুরে লংগদু উপজেলার মাইনীমুখ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গ্রেপ্তার রাসেল চৌধুরী বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ ঘটনায় রাসেলকে গ্রেপ্তার করায় তাঁকে উপজেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমতলী ইউনিয়ন আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়নি। অব্যাহতি দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতাব্বর।
সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পারভেজ হোসেন নামের এক ব্যক্তি রাসেলসহ ১০ জনের বিরুদ্ধে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। রাসেল ওই নির্দেশের কপি পিবিআইয়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে আদালতের সেরেস্তাদারের কাছ থেকে হাতিয়ে নেন। পরে নিজে একটি তদন্ত প্রতিবেদন বানিয়ে আদালতে জমা দেন।
প্রতিবেদন দেখে আদালতের সন্দেহ হলে কোর্ট পুলিশকে অবহিত করা হয়। পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে, রাসেল জালিয়াতির মাধ্যমে পিবিআইয়ের সাবেক পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করেছেন। তিনি ২০১৪–২০১৮ সাল পর্যন্ত পিবিআই চট্টগ্রাম কর্মরত ছিলেন। এ ঘটনায় গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় প্রতারণা ও জাল জালিয়াতির মামলা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘প্রতারক রাসেল চৌধুরীকে ফৌজদারি অপরাধে জাল-জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’
এ ছাড়া রাসেল চৌধুরীর বিরুদ্ধে ভুয়া আইনজীবী, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জাল, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের স্বাক্ষর জাল, বিভিন্ন হেডম্যানদের স্বাক্ষর জালসহ কয়েক ডজন অভিযোগ রয়েছে।
রাঙামাটিতে সেরেস্তাদারের যোগসাজশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ভুয়া তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গতকাল বুধবার দুপুরে লংগদু উপজেলার মাইনীমুখ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গ্রেপ্তার রাসেল চৌধুরী বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ ঘটনায় রাসেলকে গ্রেপ্তার করায় তাঁকে উপজেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমতলী ইউনিয়ন আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়নি। অব্যাহতি দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতাব্বর।
সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পারভেজ হোসেন নামের এক ব্যক্তি রাসেলসহ ১০ জনের বিরুদ্ধে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। রাসেল ওই নির্দেশের কপি পিবিআইয়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে আদালতের সেরেস্তাদারের কাছ থেকে হাতিয়ে নেন। পরে নিজে একটি তদন্ত প্রতিবেদন বানিয়ে আদালতে জমা দেন।
প্রতিবেদন দেখে আদালতের সন্দেহ হলে কোর্ট পুলিশকে অবহিত করা হয়। পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে, রাসেল জালিয়াতির মাধ্যমে পিবিআইয়ের সাবেক পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করেছেন। তিনি ২০১৪–২০১৮ সাল পর্যন্ত পিবিআই চট্টগ্রাম কর্মরত ছিলেন। এ ঘটনায় গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় প্রতারণা ও জাল জালিয়াতির মামলা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘প্রতারক রাসেল চৌধুরীকে ফৌজদারি অপরাধে জাল-জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’
এ ছাড়া রাসেল চৌধুরীর বিরুদ্ধে ভুয়া আইনজীবী, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জাল, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের স্বাক্ষর জাল, বিভিন্ন হেডম্যানদের স্বাক্ষর জালসহ কয়েক ডজন অভিযোগ রয়েছে।
পুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
২৩ মিনিট আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
২৫ মিনিট আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
৪২ মিনিট আগেসাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
১ ঘণ্টা আগে