Ajker Patrika

সেরেস্তাদারের যোগসাজশে তদন্ত প্রতিবেদন জালিয়াতি, আ.লীগ নেতা গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি
সেরেস্তাদারের যোগসাজশে তদন্ত প্রতিবেদন জালিয়াতি, আ.লীগ নেতা গ্রেপ্তার

রাঙামাটিতে সেরেস্তাদারের যোগসাজশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ভুয়া তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গতকাল বুধবার দুপুরে লংগদু উপজেলার মাইনীমুখ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 

গ্রেপ্তার রাসেল চৌধুরী বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 

এ ঘটনায় রাসেলকে গ্রেপ্তার করায় তাঁকে উপজেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমতলী ইউনিয়ন আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়নি। অব্যাহতি দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতাব্বর। 

সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পারভেজ হোসেন নামের এক ব্যক্তি রাসেলসহ ১০ জনের বিরুদ্ধে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। রাসেল ওই নির্দেশের কপি পিবিআইয়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে আদালতের সেরেস্তাদারের কাছ থেকে হাতিয়ে নেন। পরে নিজে একটি তদন্ত প্রতিবেদন বানিয়ে আদালতে জমা দেন। 

প্রতিবেদন দেখে আদালতের সন্দেহ হলে কোর্ট পুলিশকে অবহিত করা হয়। পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে, রাসেল জালিয়াতির মাধ্যমে পিবিআইয়ের সাবেক পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করেছেন। তিনি ২০১৪–২০১৮ সাল পর্যন্ত পিবিআই চট্টগ্রাম কর্মরত ছিলেন। এ ঘটনায় গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় প্রতারণা ও জাল জালিয়াতির মামলা করা হয়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘প্রতারক রাসেল চৌধুরীকে ফৌজদারি অপরাধে জাল-জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’ 

এ ছাড়া রাসেল চৌধুরীর বিরুদ্ধে ভুয়া আইনজীবী, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জাল, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের স্বাক্ষর জাল, বিভিন্ন হেডম্যানদের স্বাক্ষর জালসহ কয়েক ডজন অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত