রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে সেরেস্তাদারের যোগসাজশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ভুয়া তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গতকাল বুধবার দুপুরে লংগদু উপজেলার মাইনীমুখ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গ্রেপ্তার রাসেল চৌধুরী বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ ঘটনায় রাসেলকে গ্রেপ্তার করায় তাঁকে উপজেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমতলী ইউনিয়ন আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়নি। অব্যাহতি দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতাব্বর।
সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পারভেজ হোসেন নামের এক ব্যক্তি রাসেলসহ ১০ জনের বিরুদ্ধে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। রাসেল ওই নির্দেশের কপি পিবিআইয়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে আদালতের সেরেস্তাদারের কাছ থেকে হাতিয়ে নেন। পরে নিজে একটি তদন্ত প্রতিবেদন বানিয়ে আদালতে জমা দেন।
প্রতিবেদন দেখে আদালতের সন্দেহ হলে কোর্ট পুলিশকে অবহিত করা হয়। পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে, রাসেল জালিয়াতির মাধ্যমে পিবিআইয়ের সাবেক পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করেছেন। তিনি ২০১৪–২০১৮ সাল পর্যন্ত পিবিআই চট্টগ্রাম কর্মরত ছিলেন। এ ঘটনায় গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় প্রতারণা ও জাল জালিয়াতির মামলা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘প্রতারক রাসেল চৌধুরীকে ফৌজদারি অপরাধে জাল-জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’
এ ছাড়া রাসেল চৌধুরীর বিরুদ্ধে ভুয়া আইনজীবী, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জাল, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের স্বাক্ষর জাল, বিভিন্ন হেডম্যানদের স্বাক্ষর জালসহ কয়েক ডজন অভিযোগ রয়েছে।
রাঙামাটিতে সেরেস্তাদারের যোগসাজশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ভুয়া তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গতকাল বুধবার দুপুরে লংগদু উপজেলার মাইনীমুখ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গ্রেপ্তার রাসেল চৌধুরী বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ ঘটনায় রাসেলকে গ্রেপ্তার করায় তাঁকে উপজেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমতলী ইউনিয়ন আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়নি। অব্যাহতি দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতাব্বর।
সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পারভেজ হোসেন নামের এক ব্যক্তি রাসেলসহ ১০ জনের বিরুদ্ধে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। রাসেল ওই নির্দেশের কপি পিবিআইয়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে আদালতের সেরেস্তাদারের কাছ থেকে হাতিয়ে নেন। পরে নিজে একটি তদন্ত প্রতিবেদন বানিয়ে আদালতে জমা দেন।
প্রতিবেদন দেখে আদালতের সন্দেহ হলে কোর্ট পুলিশকে অবহিত করা হয়। পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে, রাসেল জালিয়াতির মাধ্যমে পিবিআইয়ের সাবেক পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করেছেন। তিনি ২০১৪–২০১৮ সাল পর্যন্ত পিবিআই চট্টগ্রাম কর্মরত ছিলেন। এ ঘটনায় গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় প্রতারণা ও জাল জালিয়াতির মামলা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘প্রতারক রাসেল চৌধুরীকে ফৌজদারি অপরাধে জাল-জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’
এ ছাড়া রাসেল চৌধুরীর বিরুদ্ধে ভুয়া আইনজীবী, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জাল, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের স্বাক্ষর জাল, বিভিন্ন হেডম্যানদের স্বাক্ষর জালসহ কয়েক ডজন অভিযোগ রয়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রাণকেন্দ্র বলা হয় ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুরকে। কিন্তু এ এলাকার সড়ক ও ড্রেন সংস্কার না করায় দীর্ঘ ৬ বছর ধরে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। গত বছরের প্রথম দিকে আলিয়া মাদ্রাসা থেকে কারিতাস মোড় পর্যন্ত ৭২০ মিটার সড়ক উন্নয়নকাজ শুরু হয়। কিন্তু ছাত্র-জনতার...
২ ঘণ্টা আগেবরিশালের বাকেরগঞ্জ উপজেলার নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। এখানে আছে পাঁচতলা ভবন, বড় খেলার মাঠ ও আটজন শিক্ষক। ৪২ বছরের পুরোনো এই প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়া ৯ পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।
২ ঘণ্টা আগেরংপুর নগরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে ইট, বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন যানের চালক ও যাত্রীদের। নিয়মবহির্ভূতভাবে সড়ক দখল করে দীর্ঘদিন ধরে নির্মাণসামগ্রী রাখা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে তখন উত্তাল পুরো দেশ। ২০২৪ সালের ১৯ জুলাই এক দিনেই নিহত হয় ১৪৮ জন। তাদের একজন নারায়ণগঞ্জের ফতুল্লার ১৬ বছরের কিশোর মোহাম্মদ আদিল। সেদিন জুমার আগে পুরো এলাকায় ছিল সুনসান নীরবতা। ইন্টারনেট বন্ধ থাকায় কোথায় কী হচ্ছে, তা জানার উপায় নেই। নামাজ শেষে পরিবারের সদস্যরা একসঙ্গে খেতে বসে...
২ ঘণ্টা আগে