নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে একটি অস্ত্র মামলায় সাজা পরোয়ানামূলে ‘কসাই থেকে শীর্ষ সন্ত্রাসী বনে যাওয়া’ মো. জুয়েল ওরফে ধামা জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল নগরের চান্দগাঁও থানার কসাইপাড়া এলাকার জয়নাল আবেদীন জুনুর ছেলে। আজ বুধবার তাঁকে গ্রেপ্তারের তথ্য দেন র্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, সম্প্রতি একটি অস্ত্র মামলায় (চান্দগাঁও থানার মামলা নম্বর-১৯ (১২) ২১) আদালত জুয়েলকে ১০ বছরের কারাদণ্ড দেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় সাজা পরোয়ানা জারির পর জুয়েল গ্রেপ্তার এড়াতে নগরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাঁকে গ্রেপ্তার করে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, জুয়েলের বাড়ি কসাইপাড়া এলাকায়। কয়েক বছর আগে দুই ভাই বাদশা রাজু ও জুয়েল চাপাতি হাতে এলাকায় মাংস বিক্রি করতেন। পরে চাপাতির বদলে হাতে পিস্তল তুলে নিয়ে দুই ভাইয়ের নাম এখন হামকা রাজু ও ধামা জুয়েল। তাঁরা এখন এলাকার ত্রাস। চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত জুয়েল।
সিডিএমএস পর্যালোচনা করে ধামা জুয়েলের বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও ও বোয়ালখালী থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, দ্রুত বিচার আইনসহ মোট আটটি মামলার তথ্য পাওয়া যায়।
নুরুল আবছার বলেন, শুধু সন্ত্রাসী কার্যক্রম নয়, কিশোর গ্যাং তৈরিতেও জুয়েলের একচ্ছত্র নেতৃত্ব রয়েছে। নগরের বহদ্দারহাট এলাকায় একটি ছিনতাইকারী চক্রকে নিয়ন্ত্রণ করাসহ চাঁদাবাজি ও মাদক কারবারে তিনি সক্রিয়।
র্যাব কর্মকর্তা বলেন, এ ছাড়া বারইপাড়া এলাকার আনোয়ার নামের এক গার্মেন্ট কর্মকর্তাকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করা, বহদ্দারহাট হক মার্কেটের সিকিউরিটি গার্ড আব্দুস সবুর, কিশোর জিয়াদ ও নুরুল আলম হত্যাকাণ্ডেও তাঁর জড়িত থাকার তথ্য পাওয়া যায়। চাঁদার জন্য আমজাদ হোসেন নামের এক যুবকের দুই পায়ে ড্রিল মেশিনে ছিদ্র করারও অভিযোগ রয়েছে শীর্ষ সন্ত্রাসী ধামা জুয়েলের বিরুদ্ধে। জুয়েলকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ২০২১ সালের ১৪ ডিসেম্বর বিদেশি অস্ত্রসহ ধামা জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ২০২১ সালে ২২ ডিসেম্বর আজকের পত্রিকায় ‘কসাই থেকে শীর্ষ সন্ত্রাসী দুই ভাই হামকা ও ধামা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
চট্টগ্রামে একটি অস্ত্র মামলায় সাজা পরোয়ানামূলে ‘কসাই থেকে শীর্ষ সন্ত্রাসী বনে যাওয়া’ মো. জুয়েল ওরফে ধামা জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল নগরের চান্দগাঁও থানার কসাইপাড়া এলাকার জয়নাল আবেদীন জুনুর ছেলে। আজ বুধবার তাঁকে গ্রেপ্তারের তথ্য দেন র্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, সম্প্রতি একটি অস্ত্র মামলায় (চান্দগাঁও থানার মামলা নম্বর-১৯ (১২) ২১) আদালত জুয়েলকে ১০ বছরের কারাদণ্ড দেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় সাজা পরোয়ানা জারির পর জুয়েল গ্রেপ্তার এড়াতে নগরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাঁকে গ্রেপ্তার করে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, জুয়েলের বাড়ি কসাইপাড়া এলাকায়। কয়েক বছর আগে দুই ভাই বাদশা রাজু ও জুয়েল চাপাতি হাতে এলাকায় মাংস বিক্রি করতেন। পরে চাপাতির বদলে হাতে পিস্তল তুলে নিয়ে দুই ভাইয়ের নাম এখন হামকা রাজু ও ধামা জুয়েল। তাঁরা এখন এলাকার ত্রাস। চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত জুয়েল।
সিডিএমএস পর্যালোচনা করে ধামা জুয়েলের বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও ও বোয়ালখালী থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, দ্রুত বিচার আইনসহ মোট আটটি মামলার তথ্য পাওয়া যায়।
নুরুল আবছার বলেন, শুধু সন্ত্রাসী কার্যক্রম নয়, কিশোর গ্যাং তৈরিতেও জুয়েলের একচ্ছত্র নেতৃত্ব রয়েছে। নগরের বহদ্দারহাট এলাকায় একটি ছিনতাইকারী চক্রকে নিয়ন্ত্রণ করাসহ চাঁদাবাজি ও মাদক কারবারে তিনি সক্রিয়।
র্যাব কর্মকর্তা বলেন, এ ছাড়া বারইপাড়া এলাকার আনোয়ার নামের এক গার্মেন্ট কর্মকর্তাকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করা, বহদ্দারহাট হক মার্কেটের সিকিউরিটি গার্ড আব্দুস সবুর, কিশোর জিয়াদ ও নুরুল আলম হত্যাকাণ্ডেও তাঁর জড়িত থাকার তথ্য পাওয়া যায়। চাঁদার জন্য আমজাদ হোসেন নামের এক যুবকের দুই পায়ে ড্রিল মেশিনে ছিদ্র করারও অভিযোগ রয়েছে শীর্ষ সন্ত্রাসী ধামা জুয়েলের বিরুদ্ধে। জুয়েলকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ২০২১ সালের ১৪ ডিসেম্বর বিদেশি অস্ত্রসহ ধামা জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ২০২১ সালে ২২ ডিসেম্বর আজকের পত্রিকায় ‘কসাই থেকে শীর্ষ সন্ত্রাসী দুই ভাই হামকা ও ধামা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
২৪ মিনিট আগেখুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড (অবরোধ) কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে এ ব্লকেড...
৩২ মিনিট আগেনীলফামারীর ডিমলায় তিস্তা নদীর তীর রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। জিও ব্যাগে বালু ভরাট করতে নদীর ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থানে শ্যালো ইঞ্জিনচালিত নিষিদ্ধ বোমা মেশিন বসিয়ে বালু তুলছে পাউবোর ঠিকাদার। বালু তোলার কারণে পাড়ের ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে।
৩৮ মিনিট আগেময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের হয়রানি ও জিম্মি করে প্রতারণার অভিযোগে র্যাব-১৪ অভিযান চালিয়ে ১৪ জন দালালকে আটক করেছে। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে আটক ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
১ ঘণ্টা আগে