Ajker Patrika

চট্টগ্রামে ‘কৈশোর-তারুণ্যে বই’ ট্রাস্টের বইমেলা

আজকের পত্রিকা ডেস্ক­
চট্টগ্রামে ‘কৈশোর-তারুণ্যে বই’ ট্রাস্টের বইমেলা

কৈশোর-তারুণ্যে বই ট্রাস্টের ৯ বছরে পূর্তি হবে আগামী বুধবার (১৬ জুলাই)। এই উপলক্ষে চট্টগ্রামের চারটি বিদ্যায়তনে বইমেলার আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। আজ সোমবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামে চারটি বিদ্যায়তনে শ্রেণিকক্ষের পাশে বইমেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৫ থেকে ১৭ জুলাই গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল এবং ২০ থেকে ২২ জুলাই ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে মেলা অনুষ্ঠিত হবে।

এ দুই স্কুলে মেলা শেষ হওয়ার পর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, অংকুর সোসাইটি বালিকা উচ্চবিদ্যালয়ে পরের ধাপে মেলা অনুষ্ঠিত হবে। মেলায় অনন্যা, অনুপম, অ‍্যাডর্ন, ইকরিমিকরি, কাকলী, জাগৃতি ও সময় প্রকাশন অংশ নিচ্ছে।

সংগঠনটির সভাপতি তুষার আবদুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ গড়বে যে তারুণ‍্য, তাদের পাঠমনস্ক হওয়া ছাড়া বিকল্প নেই।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে কৈশোর-তারুণ‍্যে বই দেশের বিভিন্ন বিদ‍্যায়তনে ১০৮টি বইমেলা, বইবিষয়ক সেমিনার, পাঠক, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক মতবিনিময় সভার আয়োজন করা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত