Ajker Patrika

মিরসরাইয়ে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে জখম 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৪: ৫০
মিরসরাইয়ে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে জখম 

চট্টগ্রামের মিরসরাইয়ে শ্রমিক লীগের নেতাকে কুপিয়ে জখম করে মুমূর্ষু অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ২টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত আজিম উদ্দিন (৪২) জোরারগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি ইউনিয়নের ইমামপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের ছেলে। 

আজিম উদ্দিনের ভাই নাঈম উদ্দিন জানান, তাঁর ভাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর এলাকায় মুরগির খামার আছে। রাতে খামারে ছিলেন। খামারের সামনে রাখা মোটরসাইকেল চুরির সময় বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘আমার ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজিম উদ্দিনকে তাঁর খামারে ঢুকে উপর্যুপরি কুপিয়েছে সন্ত্রাসীরা। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, তার ওপর হামলাকারীদের খুঁজে বের করে যেন শাস্তির আওতায় আনা হয়।’ 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, কুপিয়ে জখম করার ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত