নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আইসিইউতে ভর্তি ছিলেন মা। এদিকে ছেলেরও আইসিইউ প্রয়োজন কিন্তু ফাঁকা নেই একটিও। তাই মা নিজেই ছেলের জন্য আইসিইউ ছেড়ে দেন। পরে তিনি মারা যান। এবার সেই ছেলেকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৯ দিন আইসিইউতে থাকার পর সোমবার বেলা ৩টায় তাঁকে আইসোলেশনে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে ৩৪ নম্বর বেডে চিকিৎসাধীন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. তানজিম। তিনি বলেন, ওই ছেলের অবস্থা এখন ভালো। অক্সিজেন লেভেল ৯৭। তবে তাঁর পাঁচ লিটার অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে।
গত ২৮ জুলাই মা প্রভা রানী পাল আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ছেলে শিমুল পাল ছিলেন একই হাসপাতালের সাধারণ বেডে। ছেলের আইসিইউ’র প্রয়োজন হয়। কিন্তু হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় চিকিৎসকেরা দিতে পারছিল না। এই খবর মা প্রভা রানী পালের কানে যাওয়ার পর চিকিৎসককে ইশারা করে তাঁর জায়গায় ছেলেকে আইসিইউতে রাখতে বলেন। যখন চিকিৎসকেরা দেরি করছিলেন, তখন আইসিইউতে থাকা মা নিজের হাতে লাগানো লাইফ সাপোর্টের সরঞ্জাম খুলে ফেলেন। পরে একপ্রকার বাধ্য হয়ে ছেলেকে আইসিইউতে আনেন চিকিৎসকেরা। কিছুক্ষণ পর মা প্রভা রানী পাল মারা যান।
সোমবার সন্ধ্যায় জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে কথা হয় শিমুল পালের সঙ্গে। মুখে এখনও অক্সিজেন মাস্ক পরা। থেমে থেমে কথা বলতে পারছেন। মায়ের কথা বলতেই চোখ দিয়ে অঝোরে পানি পড়ছে তাঁর। বলছেন ‘মায়ের জন্য কিছুই করতে পারলেন না। মা আমাকে নতুন জীবন দিয়েছেন।’
শিমুল পাল বলেন, চিকিৎসকেরা অনেক সহযোগিতা করেছে। জ্ঞান আসার পর থেকে দেখেছি, চিকিৎসক-নার্সরা একটু পর পর এসে দেখে গেছেন। যার ফলে তাড়াতাড়ি ভালো হয়ে গেছি। চিকিৎসকেরা সব সময় সাহস দিয়ে বলেছেন, ‘শিমুল তুমি ভালো হয়ে যাবা।’
আইসিইউতে ভর্তি ছিলেন মা। এদিকে ছেলেরও আইসিইউ প্রয়োজন কিন্তু ফাঁকা নেই একটিও। তাই মা নিজেই ছেলের জন্য আইসিইউ ছেড়ে দেন। পরে তিনি মারা যান। এবার সেই ছেলেকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৯ দিন আইসিইউতে থাকার পর সোমবার বেলা ৩টায় তাঁকে আইসোলেশনে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে ৩৪ নম্বর বেডে চিকিৎসাধীন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. তানজিম। তিনি বলেন, ওই ছেলের অবস্থা এখন ভালো। অক্সিজেন লেভেল ৯৭। তবে তাঁর পাঁচ লিটার অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে।
গত ২৮ জুলাই মা প্রভা রানী পাল আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ছেলে শিমুল পাল ছিলেন একই হাসপাতালের সাধারণ বেডে। ছেলের আইসিইউ’র প্রয়োজন হয়। কিন্তু হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় চিকিৎসকেরা দিতে পারছিল না। এই খবর মা প্রভা রানী পালের কানে যাওয়ার পর চিকিৎসককে ইশারা করে তাঁর জায়গায় ছেলেকে আইসিইউতে রাখতে বলেন। যখন চিকিৎসকেরা দেরি করছিলেন, তখন আইসিইউতে থাকা মা নিজের হাতে লাগানো লাইফ সাপোর্টের সরঞ্জাম খুলে ফেলেন। পরে একপ্রকার বাধ্য হয়ে ছেলেকে আইসিইউতে আনেন চিকিৎসকেরা। কিছুক্ষণ পর মা প্রভা রানী পাল মারা যান।
সোমবার সন্ধ্যায় জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে কথা হয় শিমুল পালের সঙ্গে। মুখে এখনও অক্সিজেন মাস্ক পরা। থেমে থেমে কথা বলতে পারছেন। মায়ের কথা বলতেই চোখ দিয়ে অঝোরে পানি পড়ছে তাঁর। বলছেন ‘মায়ের জন্য কিছুই করতে পারলেন না। মা আমাকে নতুন জীবন দিয়েছেন।’
শিমুল পাল বলেন, চিকিৎসকেরা অনেক সহযোগিতা করেছে। জ্ঞান আসার পর থেকে দেখেছি, চিকিৎসক-নার্সরা একটু পর পর এসে দেখে গেছেন। যার ফলে তাড়াতাড়ি ভালো হয়ে গেছি। চিকিৎসকেরা সব সময় সাহস দিয়ে বলেছেন, ‘শিমুল তুমি ভালো হয়ে যাবা।’
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় বিল্লাল খাঁন (৩৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হন।
৫ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চবিদ্যালয়ে বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। এ সময় হুড়াহুড়ি করে ল্যাব থেকে বের হতে গিয়ে ২৫ জন আহত হয়। আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে আশঙ্কাজনক
৮ মিনিট আগেসুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র-গুলিসহ আটক করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। গতকাল মঙ্গলবার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১৮ মিনিট আগেনেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদে বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ডুবে যাওয়া ওই বাল্কহেডের ভেতর থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে