Ajker Patrika

পটিয়ায় র‍্যাবের অভিযানে ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় র‍্যাবের অভিযানে ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  

চট্টগ্রামের পটিয়ায় র‍্যাবের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব জানায়, আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম সকাল সাড়ে আটটার দিকে উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের নাইখাইন এলাকা থেকে সাহাদাত হোসেন জীবন ও মিজানুল ইসলাম মিজানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল,২টি চাপাতি, ২ টি দা,৩টি রাম দা, ৪টি চাকু উদ্ধার করা হয়েছে।  

গ্রেপ্তারকৃত সাহাদাত হোসেন জীবন পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক  কমিটির সদস্য। আর মিজানুর রহমান মিজান জঙ্গল খাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। 

এ মামলার বাদী র‍্যাবের সাব ইন্সপেক্টর মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পটিয়া ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাদক, অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়ের করে আসামিদের হস্তান্তর করা হয়েছে।   

অপরদিকে, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকায় বিশেষ চৌকি বসিয়ে কক্সবাজার হতে নিয়ে আসা চট্টগ্রামের দিকে যাওয়ার সময় একটি ইয়াবার চালান সহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় সিএনজি গাড়ি থেকে ৩ হাজার ৯০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।  

 গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরন খাইন এলাকার কামাল হোসেন (৩৩) ও মোহাম্মদ ইব্রাহিম (৩২)। 
 
পটিয়া থানার পরিদর্শক রেজাউল করিম মজুমদার বলেন, আজ বৃহস্পতিবার র‍্যাব দুটি পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবা সহ চারজনকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে রাতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত