হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় স্কুলছাত্রী ধর্ষণের এক সপ্তাহ পার হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। বরং মামলার আসামিরা ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে এসে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ওই ছাত্রী আজ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ‘২ নম্বর আসামি রাসেল মামলার পর থেকেই আমাদের বাড়িতে এসে বিভিন্নভাবে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। এতে আমি এবং আমার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় আছি।’
গত ৩০ জানুয়ারি রাতে ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। স্থানীয়রা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে ৪ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে হোমনা থানায় মামলা করেন।
ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্কুলে যাওয়া-আসার পথে বড়ঘারমোড়া গ্রামের মামুন (১৯) প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তা প্রত্যাখ্যান করে আসায় মামুন তাঁর সহযোগী রাসেল (২৩), ইয়াসিন (২১) ও জহিরুল ইসলাম ওরফে জহিরকে (২১) নিয়ে ৩০ জানুয়ারি ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন।
পরে একপর্যায়ে মামুন তাঁর বন্ধুদের সহযোগিতায় ওই ছাত্রীকে তুলে একটি বালুর মাঠে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে এবং মামলা না করার হুমকিও দেন তাঁরা। এরপর বাড়িতে ফিরে ছাত্রী ধর্ষণের ঘটনা তার পরিবারকে জানায়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল-ইসলাম জানান, চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিরা পালিয়ে গেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
কুমিল্লার হোমনায় স্কুলছাত্রী ধর্ষণের এক সপ্তাহ পার হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। বরং মামলার আসামিরা ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে এসে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ওই ছাত্রী আজ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ‘২ নম্বর আসামি রাসেল মামলার পর থেকেই আমাদের বাড়িতে এসে বিভিন্নভাবে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। এতে আমি এবং আমার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় আছি।’
গত ৩০ জানুয়ারি রাতে ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। স্থানীয়রা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে ৪ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে হোমনা থানায় মামলা করেন।
ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্কুলে যাওয়া-আসার পথে বড়ঘারমোড়া গ্রামের মামুন (১৯) প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তা প্রত্যাখ্যান করে আসায় মামুন তাঁর সহযোগী রাসেল (২৩), ইয়াসিন (২১) ও জহিরুল ইসলাম ওরফে জহিরকে (২১) নিয়ে ৩০ জানুয়ারি ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন।
পরে একপর্যায়ে মামুন তাঁর বন্ধুদের সহযোগিতায় ওই ছাত্রীকে তুলে একটি বালুর মাঠে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে এবং মামলা না করার হুমকিও দেন তাঁরা। এরপর বাড়িতে ফিরে ছাত্রী ধর্ষণের ঘটনা তার পরিবারকে জানায়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল-ইসলাম জানান, চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিরা পালিয়ে গেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
বগুড়ার শেরপুর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারে গিয়ে হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার এবং হামলার ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়।
২৫ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চাষি ইয়াকুব আলীর পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা সব মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকায় ১ একর জমির প্রজেক্টের পুকুরে মরা মাছ ভেসে ওঠে। ভুক্তভোগী চাষি ইয়াকুব আলী ওই গ্রামের দিল মাহমুদের ছেলে। বিষ প্রয়োগে পুকুরে
৩২ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী লিয়াকত হোসেন বাবুল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশের কাছ থেকে আশানুরূপ সহায়তা না পেয়ে সোমবার তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
৩৮ মিনিট আগেওসি বাবুল আজাদ বলেন, ওই তরুণীর লাশ যেভাবে পাওয়া গেছে, তাতে তাঁর পরিচয় দ্রুত শনাক্ত করা দুঃসাধ্য। কারণ, লাশের মাথা নেই, দুই হাতের কবজি ও পায়ের পাতা নেই। লাশে পচন ধরেছে। অন্তত ১৫ থেকে ২০ দিন আগে হত্যার পর ওই তরুণীর লাশ ডোবায় ফেলে রাখা হয়।
১ ঘণ্টা আগে