Ajker Patrika

বাঁশখালীতে আগুনে পুড়ল ১০ বসতঘর, আহত এক প্রতিবন্ধী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালীতে আগুনে পুড়ল ১০ বসতঘর, আহত এক প্রতিবন্ধী

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে। ঘরে থাকা অবস্থায় এক শারীরিক প্রতিবন্ধী আগুনে দগ্ধ হয়েছেন। গুরুতর আহত ওই প্রতিবন্ধী এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ১টার দিকে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জঙ্গল কোকদন্ডী কাজীর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে যাওয়া বসতঘরগুলোএই অগ্নিকান্ডে নুরুল ইসলাম মেয়ে খালেদা বেগম (৩২) শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঘর থেকে বের হতে না পারায় শরীরের বিভিন্ন অঙ্গ আগুনে পুড়ে গেছে। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন আব্দুস ছবুরের ছেলে মো. করিম, মৃত নুর আহমদের ছেলে (২) মো. ইসমাইল, মৃত ফোরক আহমদের ছেলে (৩) শামসু মিয়া ও (৪) এন্তু মিয়া, মৃত মোক্তার আহমদের ছেলে (৫) মো. ইলিয়াছ, রশিদ আহমদের ছেলে (৬) মো. মানুন ও (৭) মো. হাসান, কায়ছার আহমদের ছেলে (৮) মো. শাকিল, মৃত রশিদ আহমদের স্ত্রী (৯) আনোয়ারা বেগম ও এন্তু মিয়ার ছেলে (১০) মো. নুরুল ইসলাম।

চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে যাওয়া বসতঘরগুলোবাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এর টিম লিডার আবুল বশর বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলের গাড়ি নিয়ে প্রবেশ করতে পারিনি। পরে ভ্যানগাড়ি ও কাঁধে করে মালামাল নিয়ে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনো নিশ্চিত হতে পারিনি।’

কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ. ন. ম শাহাদত আলম বলেন, ‘অগ্নিকাণ্ডে ঘরগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেনি। অগ্নিকাণ্ডে এক শারীরিক প্রতিবন্ধী আগুনে দগ্ধ হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত