Ajker Patrika

স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় হামলার অভিযোগ, আহত ১৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০১ জুন ২০২২, ২০: ৫৯
স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় হামলার অভিযোগ, আহত ১৪

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের অন্তত ১৪ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেনের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন, ফরহাদ, আজাদ চৌধুরী, জাকির হোসেন, বাবু, হাসান, শরীফ, আকাশ, মাসুদ রানা, ইমরান, ভুট্টো মাতবর, শাহেদ, ইমন ও সুজন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। 

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘কর্মিসভা চলাকালে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ১৪ নেতা-কর্মীকে আহত করেছে। হামলা-মামলা করে বিএনপিকে দমানো যাবে না। আমরাও পাল্টা প্রতিরোধ করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ বিষয়ে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করছিল। এ ছাড়া গাড়ি ভাঙচুর করার চেষ্টা করায় ছাত্রলীগ বাধা দিয়েছে। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার বলেন, ‘মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই জের ধরে মূলত হামলার ঘটনাটি ঘটে। এই ঘটনায় দু-একজন আহত হয়েছেন বলে শুনেছি। কেউ যদি থানায় এসে অভিযোগ করে আইনগত ব্যবস্থা নেব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত