Ajker Patrika

অতিবৃষ্টিতে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৩: ১৭
অতিবৃষ্টিতে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে অতিবৃষ্টিতে ঘরের দেয়াল ধসে পড়ে মুহাম্মদ মিজবাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 
 
গতকাল শনিবার রাতে উপজেলা সাধানপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত শিশু বৈলগাঁও গ্রামের মুহাম্মদ রফিউল আলমের ছেলে। 

শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাধনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম সালাহ্ উদ্দিন কামাল। 

শিশুটির পরিবার ও স্থানীয় চৌকিদার আব্দুল মুবিন জানান, গত রাতে অতিবৃষ্টির কারণে ঘরের চালা বেয়ে বৃষ্টির পানি মাটির দেয়ালে পড়ে। এতে দেওয়াল পানি চুষে একপর্যায়ে ধসে পড়ে। এ সময় ওই শিশুর মা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি খেলা করছে ঘরের ভেতরে। হঠাৎ দেয়াল ধসে মাটিতে চাপা পড়ে শিশুটি। ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘অতিবৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত