Ajker Patrika

চট্টগ্রামে ফের কাটল ওয়াসার লাইন, ১৮ এলাকায় পানি সরবরাহে বিঘ্ন

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কেটে যাওয়া ওয়াসার পানি সরবরাহ লাইন মেরামত করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
কেটে যাওয়া ওয়াসার পানি সরবরাহ লাইন মেরামত করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ লাইন আবার কেটে গেছে। ওয়াসার এ সঞ্চালন লাইন পুরোপুরি মেরামত করতে আরও দুই দিন লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে ১৮ এলাকায় পানি সরবরাহে বিঘ্ন হয়েছে।

এদিকে পানিসংকট কাটাতে বিকল্প পথে পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে। লাইন মেরামতে এর মধ্যে কাজ শুরু হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম ওয়াসার ১১০০ এমএম ব্যাসের প্রধান সঞ্চালন লাইন দিয়ে নগরের পাহাড়তলী সাগরিকা এলাকায় পানি সরবরাহ করা হয়। গত শনিবার রাত ৮টার দিকে কাটা পড়ে সঞ্চালন লাইনটি। ফলে নগরীর আগ্রাবাদ আবাসিক এলাকা, সিডিএ আবাসিক এলাকাসহ আশপাশের অন্তত ১৮ এলাকায় ওয়াসার পানি সরবরাহে বিঘ্ন হচ্ছে।

কেটে যাওয়া ওয়াসার পানি সরবরাহ লাইন মেরামত করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
কেটে যাওয়া ওয়াসার পানি সরবরাহ লাইন মেরামত করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম আজ সোমবার আজকের পত্রিকাকে জানান, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) একটি প্রকল্পের উন্নয়নকাজ চলাকালে ওয়াসার সঞ্চালন লাইন কেটে যায়। ফলে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করতে আর দুদিন লাগতে পারে।

মাকসুদ আলম আরও জানান, এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সিডিএর খাল খনন প্রকল্পের কাজে অনন্যা আবাসিকের অক্সিজেন-কুয়াইশ সংযোগ খালের পাইলিংয়ের সময় চট্টগ্রাম ওয়াসার ৪৮ ইঞ্চি জিআই (সঞ্চালন পাইপ) পাইপ কেটে গিয়েছিল। ওই পাইপলাইন দিয়ে চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প–১–এর উৎপাদিত পানি নগরীতে আসত। ওই সময় প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রায় সপ্তাহ ধরে নগরীর বিশাল এলাকায় ওয়াসা পানি সরবরাহ করতে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত