নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো রকমের কার্পণ্য করা হবে না। আদালতের নিষেধাজ্ঞা নেই এমন সব স্থাপনা যেন দ্রুত উচ্ছেদ করা হয়। আদালতের কোনো নির্দেশনা না থাকলে অবৈধ স্থাপনা উচ্ছেদে এক দিনও দেরি করা হবে না।
আজ শুক্রবার সকালে নগরের অভয় মিত্র ঘাটে কর্ণফুলী নদীতে ১৯তম ‘সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা ১৪৩২ বাংলা’–এর তিন দিনের আয়োজনে দ্বিতীয় দিনে সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার সংশ্লিষ্ট থানার ওসিদের এ ধরনের নির্দেশনার কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, দেশের ৯০ শতাংশের বেশি পণ্য আমদানি-রপ্তানি কর্ণফুলী নদী দিয়ে হয়ে থাকে। তাই দখল-দূষণ থেকে নদী রক্ষায় সবাইকে সামাজিক আন্দোলনের মাধ্যমে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
এর আগে সাম্পান শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস।
উদ্বোধনী বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকারের আমলে যাঁরা নামে-বেনামে ও অবৈধভাবে কর্ণফুলী দখল করেছেন, তাঁরা নিজ থেকে সরে গিয়ে কর্ণফুলীকে তার স্বমহিমায় প্রবাহিত হতে দিন। না হলে স্থানীয় নেতারা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের নদীর অবৈধ দখল ছেড়ে দিতে বাধ্য করবে। তখন নিজেদের সম্পদ যাওয়ার পাশাপাশি কালো মুখোশও জনগণের সামনে উন্মুক্ত হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম ইতিহাস-সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান, কর্ণফুলী নদী সাম্পান মাঝিকল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী, সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা-১৪৩২-এর প্রধান সমন্বয়ক সাংবাদিক চৌধুরী ফরিদ, সাম্পান খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মীর্জা ইসমাইল, কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, এম মাইন উদ্দিন চেয়ারম্যান, সাম্পান খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা প্রমুখ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো রকমের কার্পণ্য করা হবে না। আদালতের নিষেধাজ্ঞা নেই এমন সব স্থাপনা যেন দ্রুত উচ্ছেদ করা হয়। আদালতের কোনো নির্দেশনা না থাকলে অবৈধ স্থাপনা উচ্ছেদে এক দিনও দেরি করা হবে না।
আজ শুক্রবার সকালে নগরের অভয় মিত্র ঘাটে কর্ণফুলী নদীতে ১৯তম ‘সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা ১৪৩২ বাংলা’–এর তিন দিনের আয়োজনে দ্বিতীয় দিনে সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার সংশ্লিষ্ট থানার ওসিদের এ ধরনের নির্দেশনার কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, দেশের ৯০ শতাংশের বেশি পণ্য আমদানি-রপ্তানি কর্ণফুলী নদী দিয়ে হয়ে থাকে। তাই দখল-দূষণ থেকে নদী রক্ষায় সবাইকে সামাজিক আন্দোলনের মাধ্যমে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
এর আগে সাম্পান শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস।
উদ্বোধনী বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকারের আমলে যাঁরা নামে-বেনামে ও অবৈধভাবে কর্ণফুলী দখল করেছেন, তাঁরা নিজ থেকে সরে গিয়ে কর্ণফুলীকে তার স্বমহিমায় প্রবাহিত হতে দিন। না হলে স্থানীয় নেতারা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের নদীর অবৈধ দখল ছেড়ে দিতে বাধ্য করবে। তখন নিজেদের সম্পদ যাওয়ার পাশাপাশি কালো মুখোশও জনগণের সামনে উন্মুক্ত হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম ইতিহাস-সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান, কর্ণফুলী নদী সাম্পান মাঝিকল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী, সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা-১৪৩২-এর প্রধান সমন্বয়ক সাংবাদিক চৌধুরী ফরিদ, সাম্পান খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মীর্জা ইসমাইল, কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, এম মাইন উদ্দিন চেয়ারম্যান, সাম্পান খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা প্রমুখ।
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
১৭ মিনিট আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৭ ঘণ্টা আগে