নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো রকমের কার্পণ্য করা হবে না। আদালতের নিষেধাজ্ঞা নেই এমন সব স্থাপনা যেন দ্রুত উচ্ছেদ করা হয়। আদালতের কোনো নির্দেশনা না থাকলে অবৈধ স্থাপনা উচ্ছেদে এক দিনও দেরি করা হবে না।
আজ শুক্রবার সকালে নগরের অভয় মিত্র ঘাটে কর্ণফুলী নদীতে ১৯তম ‘সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা ১৪৩২ বাংলা’–এর তিন দিনের আয়োজনে দ্বিতীয় দিনে সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার সংশ্লিষ্ট থানার ওসিদের এ ধরনের নির্দেশনার কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, দেশের ৯০ শতাংশের বেশি পণ্য আমদানি-রপ্তানি কর্ণফুলী নদী দিয়ে হয়ে থাকে। তাই দখল-দূষণ থেকে নদী রক্ষায় সবাইকে সামাজিক আন্দোলনের মাধ্যমে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
এর আগে সাম্পান শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস।
উদ্বোধনী বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকারের আমলে যাঁরা নামে-বেনামে ও অবৈধভাবে কর্ণফুলী দখল করেছেন, তাঁরা নিজ থেকে সরে গিয়ে কর্ণফুলীকে তার স্বমহিমায় প্রবাহিত হতে দিন। না হলে স্থানীয় নেতারা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের নদীর অবৈধ দখল ছেড়ে দিতে বাধ্য করবে। তখন নিজেদের সম্পদ যাওয়ার পাশাপাশি কালো মুখোশও জনগণের সামনে উন্মুক্ত হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম ইতিহাস-সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান, কর্ণফুলী নদী সাম্পান মাঝিকল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী, সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা-১৪৩২-এর প্রধান সমন্বয়ক সাংবাদিক চৌধুরী ফরিদ, সাম্পান খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মীর্জা ইসমাইল, কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, এম মাইন উদ্দিন চেয়ারম্যান, সাম্পান খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা প্রমুখ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো রকমের কার্পণ্য করা হবে না। আদালতের নিষেধাজ্ঞা নেই এমন সব স্থাপনা যেন দ্রুত উচ্ছেদ করা হয়। আদালতের কোনো নির্দেশনা না থাকলে অবৈধ স্থাপনা উচ্ছেদে এক দিনও দেরি করা হবে না।
আজ শুক্রবার সকালে নগরের অভয় মিত্র ঘাটে কর্ণফুলী নদীতে ১৯তম ‘সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা ১৪৩২ বাংলা’–এর তিন দিনের আয়োজনে দ্বিতীয় দিনে সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার সংশ্লিষ্ট থানার ওসিদের এ ধরনের নির্দেশনার কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, দেশের ৯০ শতাংশের বেশি পণ্য আমদানি-রপ্তানি কর্ণফুলী নদী দিয়ে হয়ে থাকে। তাই দখল-দূষণ থেকে নদী রক্ষায় সবাইকে সামাজিক আন্দোলনের মাধ্যমে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
এর আগে সাম্পান শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস।
উদ্বোধনী বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকারের আমলে যাঁরা নামে-বেনামে ও অবৈধভাবে কর্ণফুলী দখল করেছেন, তাঁরা নিজ থেকে সরে গিয়ে কর্ণফুলীকে তার স্বমহিমায় প্রবাহিত হতে দিন। না হলে স্থানীয় নেতারা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের নদীর অবৈধ দখল ছেড়ে দিতে বাধ্য করবে। তখন নিজেদের সম্পদ যাওয়ার পাশাপাশি কালো মুখোশও জনগণের সামনে উন্মুক্ত হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম ইতিহাস-সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান, কর্ণফুলী নদী সাম্পান মাঝিকল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী, সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা-১৪৩২-এর প্রধান সমন্বয়ক সাংবাদিক চৌধুরী ফরিদ, সাম্পান খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মীর্জা ইসমাইল, কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, এম মাইন উদ্দিন চেয়ারম্যান, সাম্পান খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা প্রমুখ।
ভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১৯ জুলাই) সকালে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
১ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটায় এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর থানায় অভিযোগ না করে এলাকার প্রভাবশালী বিএনপি নেতা ও তার অনুসারীদের তত্ত্বাবধানে সালিশে বিষয়টি ১০ বেত্রাঘাত, চড়-থাপ্পড় ও ৩ লাখ টাকার বিনিময়ে রফাদফা করা হয়েছে বলেও অভিযোগ উ
১৭ মিনিট আগেঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় উপজেলা জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগেবরিশালের মুলাদীতে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শরীয়ত উল্লাহসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন কেন্দ্রিয় প্রজন্মলীগ নেতা। চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের মৃত মন্নান ব্যাপারীর ছেলে মো. জয়নাল আবেদীন বাদী হয়ে গত ১৪ জুলাই বরিশাল জ্যেষ্ঠ বিচারিক আদালতে মামলাটি করেন।
১ ঘণ্টা আগে